১১:০৮ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারীর চোখে কাজলরেখার রূপ ও সংগ্রাম

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
  • 15

প্রদর্শনী
আয়োজন
করেছে
নারী
শিল্পীদের
সংগঠন
‘কন্যা’।
এটি
কন্যার
দশম
একক
প্রদর্শনী।
গতকাল
সন্ধ্যায়
প্রদর্শনীর
উদ্বোধন
করেন
মুক্তিযোদ্ধা
শিল্পী
অধ্যাপক
আবুল
বার্‌ক্‌
আলভী।
বিশেষ
অতিথি
ছিলেন
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক
শিল্পী
কামাল
উদ্দীন,
আর
সভাপতিত্ব
করেন
বেঙ্গল
ফাউন্ডেশনের
মহাপরিচালক
লুভা
নাহিদ
চৌধুরী।

কন্যার
সভাপতি
শাকিলা
খান
জানান,
অনলাইনের
মাধ্যমে
২০১৮
সালে
দেশে

বিদেশে
অবস্থানকারী
নারী
শিল্পীদের
নিয়ে
কন্যার
যাত্রা
শুরু।
পরের
বছর
ছিল
তাদের
প্রথম
একক
প্রদর্শনী।
নারী
শিল্পীরা
অনেকেই
বিভিন্ন
পেশায়
যুক্ত,
পাশাপাশি
রয়েছে
সাংসারিক
দায়িত্বও।
ফলে
অনেকের
পক্ষেই
নিয়মিত
শিল্পচর্চা
চালিয়ে
যাওয়া
কঠিন
হয়ে
পড়ে।
এসব
বিবেচনা
করেই
নারী
শিল্পীদের
শিল্পচর্চায়
উৎসাহিত
করতে
সাংগঠনিকভাবে
কাজ
করছে
কন্যা।
অংশগ্রহণকারী
শিল্পীদের
মধ্যে
বক্তব্য
দেন
নাসিমা
মাসুদ।

এস
এম
রাকিবুল
হাসানের
বাঁশি
বাদনের
মধ্য
দিয়ে
উদ্বোধনী
অনুষ্ঠান
শুরু
হয়।
সম্প্রতি
প্রয়াত
বরেণ্য
ভাস্কর
অধ্যাপক
হামিদুজ্জামান
খানের
স্মৃতির
প্রতি
শ্রদ্ধা
জানিয়ে
এক
মিনিট
নীরবতা
পালন
করা
হয়।
সঞ্চালনা
করেন
কাজী
বসিরুল
আলম।

প্রদর্শনীতে
২৪
শিল্পীর
মোট
৪৮টি
শিল্পকর্ম
রয়েছে।
এর
মধ্যে
দুটি
ভাস্কর্য
ছাড়া
সবই
চিত্রকলা।
অধিকাংশ
শিল্পীই
অ্যাক্রিলিক
ব্যবহার
করেছেন,
দুয়েকটি
ছাপচিত্রও
রয়েছে।
শিল্পীরা
প্রধানত
বাস্তব
ধারায়
অবয়বধর্মী
কাজ
করেছেন।
নারী,
অর্থাৎ
কাজলরেখাকেই
এঁকেছেন
শিল্পীরা
মনের
মাধুরী
মিশিয়ে।
তার
সঙ্গে
যুক্ত
হয়েছে
সুখপাখির
উপস্থিতি।
কোথাও
পাখিটি
পিঞ্জিরাবদ্ধ,
কোথাও
আবার
মুক্ত,
যা
হয়ে
উঠেছে
নারীর
মুক্তির
আকাঙ্ক্ষার
প্রতীকী
বাস্তবতা।
ছবির
নেপথ্যে
অরণ্য,
ফুল,
লতা-গুল্মের
বিন্যাস
প্রদর্শনীকে
দিয়েছে
ভিন্ন
মাত্রা।

প্রদর্শনী
চলবে
১৯
আগস্ট
পর্যন্ত,
প্রতিদিন
বেলা
১১টা
থেকে
রাত
৮টা
পর্যন্ত
খোলা
থাকবে।

ট্যাগঃ

নারীর চোখে কাজলরেখার রূপ ও সংগ্রাম

আপডেট সময়ঃ ১২:০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫

প্রদর্শনী
আয়োজন
করেছে
নারী
শিল্পীদের
সংগঠন
‘কন্যা’।
এটি
কন্যার
দশম
একক
প্রদর্শনী।
গতকাল
সন্ধ্যায়
প্রদর্শনীর
উদ্বোধন
করেন
মুক্তিযোদ্ধা
শিল্পী
অধ্যাপক
আবুল
বার্‌ক্‌
আলভী।
বিশেষ
অতিথি
ছিলেন
ঢাকা
বিশ্ববিদ্যালয়ের
শিক্ষক
শিল্পী
কামাল
উদ্দীন,
আর
সভাপতিত্ব
করেন
বেঙ্গল
ফাউন্ডেশনের
মহাপরিচালক
লুভা
নাহিদ
চৌধুরী।

কন্যার
সভাপতি
শাকিলা
খান
জানান,
অনলাইনের
মাধ্যমে
২০১৮
সালে
দেশে

বিদেশে
অবস্থানকারী
নারী
শিল্পীদের
নিয়ে
কন্যার
যাত্রা
শুরু।
পরের
বছর
ছিল
তাদের
প্রথম
একক
প্রদর্শনী।
নারী
শিল্পীরা
অনেকেই
বিভিন্ন
পেশায়
যুক্ত,
পাশাপাশি
রয়েছে
সাংসারিক
দায়িত্বও।
ফলে
অনেকের
পক্ষেই
নিয়মিত
শিল্পচর্চা
চালিয়ে
যাওয়া
কঠিন
হয়ে
পড়ে।
এসব
বিবেচনা
করেই
নারী
শিল্পীদের
শিল্পচর্চায়
উৎসাহিত
করতে
সাংগঠনিকভাবে
কাজ
করছে
কন্যা।
অংশগ্রহণকারী
শিল্পীদের
মধ্যে
বক্তব্য
দেন
নাসিমা
মাসুদ।

এস
এম
রাকিবুল
হাসানের
বাঁশি
বাদনের
মধ্য
দিয়ে
উদ্বোধনী
অনুষ্ঠান
শুরু
হয়।
সম্প্রতি
প্রয়াত
বরেণ্য
ভাস্কর
অধ্যাপক
হামিদুজ্জামান
খানের
স্মৃতির
প্রতি
শ্রদ্ধা
জানিয়ে
এক
মিনিট
নীরবতা
পালন
করা
হয়।
সঞ্চালনা
করেন
কাজী
বসিরুল
আলম।

প্রদর্শনীতে
২৪
শিল্পীর
মোট
৪৮টি
শিল্পকর্ম
রয়েছে।
এর
মধ্যে
দুটি
ভাস্কর্য
ছাড়া
সবই
চিত্রকলা।
অধিকাংশ
শিল্পীই
অ্যাক্রিলিক
ব্যবহার
করেছেন,
দুয়েকটি
ছাপচিত্রও
রয়েছে।
শিল্পীরা
প্রধানত
বাস্তব
ধারায়
অবয়বধর্মী
কাজ
করেছেন।
নারী,
অর্থাৎ
কাজলরেখাকেই
এঁকেছেন
শিল্পীরা
মনের
মাধুরী
মিশিয়ে।
তার
সঙ্গে
যুক্ত
হয়েছে
সুখপাখির
উপস্থিতি।
কোথাও
পাখিটি
পিঞ্জিরাবদ্ধ,
কোথাও
আবার
মুক্ত,
যা
হয়ে
উঠেছে
নারীর
মুক্তির
আকাঙ্ক্ষার
প্রতীকী
বাস্তবতা।
ছবির
নেপথ্যে
অরণ্য,
ফুল,
লতা-গুল্মের
বিন্যাস
প্রদর্শনীকে
দিয়েছে
ভিন্ন
মাত্রা।

প্রদর্শনী
চলবে
১৯
আগস্ট
পর্যন্ত,
প্রতিদিন
বেলা
১১টা
থেকে
রাত
৮টা
পর্যন্ত
খোলা
থাকবে।