ছাত্রদল
নেতা
নোমানের
বক্তব্যের
সময়
তাঁর
পাশে
স্বতন্ত্র
শিক্ষার্থী
সম্মিলন
প্যানেলের
ভিপি
পদপ্রার্থী
মাহফুজুর
রহমান,
দ্রোহ
পর্ষদ
প্যানেলের
ভিপি
প্রার্থী
ঋজু
লক্ষ্মী
অবরোধ,
সর্বজনীন
শিক্ষার্থী
সংসদের
জিএস
প্রার্থী
সাকিব
মাহমুদ
রুমি
উপস্থিত
ছিলেন।
তাঁরাও
নোমানের
কথায়
সায়
দেন।
ছাত্রদল–সমর্থিত
প্যানেলের
ভিপি
প্রার্থী
সাজ্জাদ
হোসেন
এ
সময়
বলেন,
‘নির্বাচন
কমিশন
আমাদের
আশ্বস্ত
করেছিল
ডাকসু
ও
জাকসু
নির্বাচনে
যে
অভিযোগগুলো
এসেছে,
অনিয়ম
হয়েছে,
কারচুপি
হয়েছে,
সেখান
থেকে
শিক্ষা
নিয়ে
চাকসু
নির্বাচনকে
সুষ্ঠু
নির্বাচনরূপে
আমাদের
কাছে
উপহার
দেবেন।
তাঁরা
আমাদের
আশ্বস্ত
করেছিলেন,
তাঁরা
অমোচনীয়
কালি
দেবেন।
কিন্তু
তাঁরা
সেখানে
ব্যর্থ
হয়েছেন।’
তিনি
বলেন,‘
একজন
শিক্ষার্থীকে
যদি
অমোচনীয়
কালি
দেওয়া
না
হয়,
তাহলে
একজন
শিক্ষার্থী
চাইলে
একাধিকবার
ভোট
দিতে
পারবেন।
উনারা
এখন
দাবি
করছেন,
অমোচনীয়
কালি
দিতে
পারবেন
না
সেটা
আগে
বলেছেন।
অথচ
বলেছেন
একটু
আগে।’
এডমিন 









