এর
পরপরই
রাত
দেড়টার
দিকে
বাসভবনের
ফটকের
কাছে
আসেন
উপাচার্য
সালেহ
হাসান
নকীব।
মাইক
হাতে
তিনি
বলেন,
শিক্ষক-কর্মকর্তা
ও
কর্মচারীর
সন্তানদের
জন্য
প্রাতিষ্ঠানিক
সুবিধা
স্থগিত
করা
হয়েছে।
রোববার
বিশ্ববিদ্যালয়ের
উদ্ভুত
পরিস্থিতিতে
জরুরি
সিন্ডিকেট
সভার
আহ্বান
করা
হয়েছে।
সেখানে
আশা
করছি,
প্রাতিষ্ঠানিক
সুবিধা
বন্ধ
হয়ে
যাবে।
উপাচার্যের
এমন
বক্তব্য
শুনে
ফটকের
বাইরে
থাকা
আন্দোলনরত
শিক্ষার্থীরা
‘ভুয়া,
ভুয়া’
স্লোগান
দিতে
থাকেন।
তখন
উপাচার্য
বাসভবনের
ভেতরে
চলে
যান।
এডমিন 















