সাবেক
প্রধানমন্ত্রী
শেখ
হাসিনাকে
ফেরত
চেয়ে
দিল্লিকে
লেখা
চিঠির
জবাব
এখনো
আসেনি
বলে
জানিয়েছেন
পররাষ্ট্র
উপদেষ্টা
মো.
তৌহিদ
হোসেন।
আজ
বুধবার
দুপুরে
পররাষ্ট্র
মন্ত্রণালয়ে
সাংবাদিকদের
প্রশ্নের
জবাবে
এ
তথ্য
জানান
তিনি।
কোন
প্রক্রিয়ায়
ভারতে
চিঠি
পাঠানো
হয়েছে,
সে
প্রশ্নের
জবাবে
পররাষ্ট্র
উপদেষ্টা
সাংবাদিকদের
বলেন,
‘নোট
ভারবাল
(কূটনৈতিক
পত্র)
আমাদের
মিশনের
মাধ্যমে
ওদের
(ভারতের)
পররাষ্ট্র
মন্ত্রণালয়ে
পাঠানো
হয়েছে।
কোনো
উত্তর
আসেনি।
এত
তাড়াতাড়ি
উত্তর
আশাও
করি
না
আমরা।’
এডমিন 











