০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজামুখী নৌবহর থেকে ধরে নেওয়া অধিকারকর্মীদের প্রাথমিকভাবে খাবার-চিকিৎসা দেয়নি ইসরায়েল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • 10

বিশ্বব্যাপী
সাংবাদিকদের
অধিকার
নিয়ে
কাজ
করা
আন্তর্জাতিক
সংগঠনটির
কর্মকর্তা
মার্টিন
রোক্স
এক
বিবৃতিতে
বলেন,
আটক
সাংবাদিকদের
মধ্যে
কাতারভিত্তিক
সংবাদমাধ্যম
আল-জাজিরা,
স্পেনের
সংবাদমাধ্যম
এল
পাইস

ইতালির
সম্প্রচারমাধ্যম
আরএআইয়ের
প্রতিবেদকেরা
রয়েছেন।
বুধবার
দিবাগত
রাতে
বহরটিতে
হামলার
শুরু
থেকেই
একে
একে
তাঁদের
সঙ্গে
যোগাযোগ
বিচ্ছিন্ন
হয়ে
যায়।
ইসরায়েলের
এই
ধরপাকড়ের
নিন্দা
জানিয়ে
মার্টিন
রোক্স
বলেন,
তথ্য
জানা
এবং
অপরকে
জানানোর
যে
অধিকার
রয়েছে,
সাংবাদিকদের
গ্রেপ্তার
করা
হলে
এবং
তাঁদের
কাজ
থেকে
বিরত
রাখা
হলে
তা
মারাত্মকভাবে
লঙ্ঘিত
হয়।
এই
সাংবাদিকদের
অবৈধভাবে
গ্রেপ্তার
করার
নিন্দা
জানায়
আরএসএফ।

প্রায়
দুই
বছর
ধরে
গাজায়
চলমান
ইসরায়েলের
আগ্রাসনের
বড়
ভুক্তভোগী
হতে
হচ্ছে
সাংবাদিকদের।

সময়
উপত্যকাটিতে
সাংবাদিকদের
স্বাধীনভাবে
কাজ
করতে
দেওয়া
হয়নি।
নির্দিষ্ট
কয়েকটি
গণমাধ্যমকে
ইসরায়েলি
সেনা
পাহারায়
সংবাদ
সংগ্রহের
সুযোগ
দেওয়া
হয়।

ছাড়া
গত
দুই
বছরে
গাজায়
ইসরায়েলি
হামলায়
নিহত
হয়েছেন
২১০
জনের
বেশি
সাংবাদিক।

২০২৩
সালের

অক্টোবর
থেকে
গাজায়
নৃশংসতা
চালিয়ে
যাচ্ছে
ইসরায়েল।
এতে
এখন
পর্যন্ত
সেখানে
৬৬
হাজারের
বেশি
ফিলিস্তিনি
নিহত
হয়েছেন।
গতকাল
হামলায়
নিহত
হয়েছেন
৭২
জন।
আর
ইসরায়েলি
সেনারা
গাজা
অবরোধ
করে
রাখায়
সেখানে
খাবার,
পানি

চিকিৎসা
সরঞ্জামের
তীব্র
সংকট
দেখা
দিয়েছে।

ট্যাগঃ

‘সড়কে আগুন দেওয়া’ সাবেক নেতাকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার

গাজামুখী নৌবহর থেকে ধরে নেওয়া অধিকারকর্মীদের প্রাথমিকভাবে খাবার-চিকিৎসা দেয়নি ইসরায়েল

আপডেট সময়ঃ ১২:০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

বিশ্বব্যাপী
সাংবাদিকদের
অধিকার
নিয়ে
কাজ
করা
আন্তর্জাতিক
সংগঠনটির
কর্মকর্তা
মার্টিন
রোক্স
এক
বিবৃতিতে
বলেন,
আটক
সাংবাদিকদের
মধ্যে
কাতারভিত্তিক
সংবাদমাধ্যম
আল-জাজিরা,
স্পেনের
সংবাদমাধ্যম
এল
পাইস

ইতালির
সম্প্রচারমাধ্যম
আরএআইয়ের
প্রতিবেদকেরা
রয়েছেন।
বুধবার
দিবাগত
রাতে
বহরটিতে
হামলার
শুরু
থেকেই
একে
একে
তাঁদের
সঙ্গে
যোগাযোগ
বিচ্ছিন্ন
হয়ে
যায়।
ইসরায়েলের
এই
ধরপাকড়ের
নিন্দা
জানিয়ে
মার্টিন
রোক্স
বলেন,
তথ্য
জানা
এবং
অপরকে
জানানোর
যে
অধিকার
রয়েছে,
সাংবাদিকদের
গ্রেপ্তার
করা
হলে
এবং
তাঁদের
কাজ
থেকে
বিরত
রাখা
হলে
তা
মারাত্মকভাবে
লঙ্ঘিত
হয়।
এই
সাংবাদিকদের
অবৈধভাবে
গ্রেপ্তার
করার
নিন্দা
জানায়
আরএসএফ।

প্রায়
দুই
বছর
ধরে
গাজায়
চলমান
ইসরায়েলের
আগ্রাসনের
বড়
ভুক্তভোগী
হতে
হচ্ছে
সাংবাদিকদের।

সময়
উপত্যকাটিতে
সাংবাদিকদের
স্বাধীনভাবে
কাজ
করতে
দেওয়া
হয়নি।
নির্দিষ্ট
কয়েকটি
গণমাধ্যমকে
ইসরায়েলি
সেনা
পাহারায়
সংবাদ
সংগ্রহের
সুযোগ
দেওয়া
হয়।

ছাড়া
গত
দুই
বছরে
গাজায়
ইসরায়েলি
হামলায়
নিহত
হয়েছেন
২১০
জনের
বেশি
সাংবাদিক।

২০২৩
সালের

অক্টোবর
থেকে
গাজায়
নৃশংসতা
চালিয়ে
যাচ্ছে
ইসরায়েল।
এতে
এখন
পর্যন্ত
সেখানে
৬৬
হাজারের
বেশি
ফিলিস্তিনি
নিহত
হয়েছেন।
গতকাল
হামলায়
নিহত
হয়েছেন
৭২
জন।
আর
ইসরায়েলি
সেনারা
গাজা
অবরোধ
করে
রাখায়
সেখানে
খাবার,
পানি

চিকিৎসা
সরঞ্জামের
তীব্র
সংকট
দেখা
দিয়েছে।