জাতিসংঘ
মহাসচিব
আরও
বলেন,
‘নারী
সাংবাদিকদের
লক্ষ্য
করে
অনলাইনে
উদ্বেগজনকভাবে
বাড়তে
থাকা
হয়রানিমূলক
আচরণ
অবশ্যই
আমাদের
মোকাবিলা
করতে
হবে।
এ
ধরনের
অপরাধের
বেশিরভাগ
ক্ষেত্রেই
সাজা
হয়
না
এবং
এটি
প্রায়শই
বাস্তব
জীবনে
ক্ষতির
কারণ
হয়ে
দাঁড়ায়।
যাঁরা
সাংবাদিকতার
সঙ্গে
জড়িত,
তাঁদের
জন্য
ডিজিটাল
দুনিয়াকে
নিরাপদ
রাখতে
হবে।’
আন্তোনিও
গুতেরেস
বলেন,
‘যখন
সাংবাদিকদের
কণ্ঠ
রুদ্ধ
হয়,
তখন
আমরা
সবাই
আমাদের
কণ্ঠস্বর
হারাই।
আসুন,
সংবাদপত্রের
স্বাধীনতা
রক্ষায়,
জবাবদিহি
নিশ্চিত
করার
দাবিতে
এবং
যাঁরা
ক্ষমতার
বিপরীতে
সত্য
তুলে
ধরেন,
তাঁরা
যেন
ভয়
ছাড়াই
তা
করতে
পারেন
তা
নিশ্চিত
করতে
আমরা
সম্মিলিত
অবস্থান
নিই।’
এডমিন 







