এক
নয়,
দুই
নয়,
তিন
নয়।
১০,
২০,
৩০
নয়।
গুনে
গুনে
৮৩টি
ইনিংস!
কী
দীর্ঘ
অপেক্ষাই
না
করতে
হয়েছে
বাবর
আজমকে।
অবশেষে
সেই
অপেক্ষার
অবসান
হলো
আজ।
আন্তর্জাতিক
ক্রিকেটের
তিন
সংস্করণ
মিলিয়ে
৮৩
ইনিংস
অপেক্ষার
পর
সেঞ্চুরি
পেলেন
বাবর।
ঠিক
যেন
বিরাট
কোহলির
গল্প!
ভারতের
ব্যাটসম্যানও
তাঁর
ক্যারিয়ারে
২০১৯
সালের
২৩
নভেম্বর
থেকে
৭
সেপ্টেম্বর
২০২২
সাল
পর্যন্ত
খরা
কাটিয়ে
৮৩
ইনিংস
পর
সেঞ্চুরি
পেয়েছিলেন
৮
সেপ্টেম্বর
২০২২
সালে।
বাবরের
সেঞ্চুরি
খরা
শুরু
হয়েছিল
২০২৩
সালের
৩১
আগস্ট
থেকে।
এর
আগের
দিন
তিনি
সর্বশেষ
সেঞ্চুরি
পেয়েছিলেন
নেপালের
বিপক্ষে।
এশিয়া
কাপের
গ্রুপ
পর্বের
ম্যাচটিতে
পাকিস্তানের
ব্যাটসম্যান
করেছিলেন
১৫১
রান।
আজ
দীর্ঘ
খরা
কাটিয়ে
তাঁর
সেঞ্চুরি
পাওয়ার
দিনে
রাওয়ালপিন্ডিতে
সিরিজের
দ্বিতীয়
ওয়ানডেতে
শ্রীলঙ্কাকে
৮
উইকেটে
হারিয়েছে
পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতেই
প্রথম
ওয়ানডেতেও
জিতেছিল
তারা।
ফলে
তিন
ম্যাচের
সিরিজে
২-০তে
এগিয়ে
থেকে
জয়
নিশ্চিত
করেছে
স্বাগতিকেরা।
৮০৭
দিন
অপেক্ষার
পর
বাবরের
সেই
মাহেন্দ্রক্ষণটি
আসে
ইনিংসের
৪৮তম
ওভারের
প্রথম
বলটিতে।
প্রমোদ
মাধুশানের
করা
বলটি
মিডউইকেটের
দিকে
ঠেলে
দিয়ে
সিঙ্গেল
নিয়ে
সেঞ্চুরি
পূর্ণ
করেন
তিনি।
এরপর
মাঠে
থাকা
মোহাম্মদ
রিজওয়ান
তাঁকে
আলিঙ্গনে
আবদ্ধ
করেন।
রাওয়ালপিন্ডির
গ্যালারি
আর
পাকিস্তানের
ড্রেসিংরুমেও
এ
সময়
বয়ে
যায়
আনন্দের
বন্যা।
এডমিন 

















