ব্যাংক
হলো
অর্থনীতির
প্রাণ।
ব্যবসা-বাণিজ্যের
জন্য
যে
বিষয়টি
সবচেয়ে
জরুরি,
তা
হলো
পুঁজি।
সেই
পুঁজি
সরবরাহ
করে
ব্যাংক।
ফলে
ব্যাংকের
গুরুত্বের
শেষ
নেই।
বিশেষ
করে
আমাদের
মতো
দেশে,
যেখানে
অর্থায়নের
অন্যতম
প্রধান
উৎস
হলো
ব্যাংক।
উন্নত
দেশগুলোতে
অর্থায়নের
আরও
বিভিন্ন
উৎস
আছে।
তারপরও
ওসব
দেশে
ব্যাংকের
গুরুত্ব
আছে।
অর্থ
নিয়েই
যেহেতু
ব্যাংকের
কাজ,
সেহেতু
ব্যাংকের
ভান্ডারে
অনেক
অর্থ
থাকবে,
এটাই
স্বাভাবিক।
কিন্তু
এখন
পর্যন্ত
কোনো
ব্যাংক
কোম্পানির
বাজার
মূলধন
এক
লাখ
কোটি
ডলার
ছাড়াতে
পারেনি।
দেখে
নেওয়া
যাক,
বাজার
মূলধনের
দিক
থেকে
বিশ্বের
বৃহত্তম
ব্যাংক
কোনগুলো।
সূত্র
কোম্পানিসমার্কেটক্যাপডটকম।
এডমিন 









