জবাবে
পেত্রো
মার্কিন
সামরিক
আগ্রাসনের
সমালোচনা
করে
বলেন,
ভেনেজুয়েলায়
যা
ঘটেছে
তা
নিন্দনীয়।
তিনি
সতর্ক
করে
বলেন,
‘যদি
আপনি
ভুল
গোয়েন্দা
তথ্যের
ভিত্তিতে
কোনো
গোষ্ঠীর
ওপর
বোমা
ফেলেন,
তবে
অনেক
শিশু
মারা
যাবে।
যদি
কৃষকদের
ওপর
বোমা
ফেলেন,
তবে
হাজার
হাজার
মানুষ
পাহাড়ে
গিয়ে
গেরিলা
হবে।
আর
যদি
একজন
প্রেসিডেন্টকে
আটক
করেন—
যাকে
আমার
দেশের
বড়
একটি
অংশ
ভালোবাসে—
তবে
আপনি
ব্যাপক
জনরোষের
মুখে
পড়বেন।’
এক্সে
দীর্ঘ
এক
বার্তায়
পেত্রো
জানান,
তাঁর
মাদকবিরোধী
নীতি
যথেষ্ট
শক্তিশালী।
তবে
তাঁর
দেশের
সেনাবাহিনী
কতটা
আক্রমণাত্মক
হতে
পারে,
সেটারও
একটা
সীমা
আছে।
২০২৬
সালে
কলম্বিয়ায়
জাতীয়
নির্বাচন
অনুষ্ঠিত
হওয়ার
কথা
রয়েছে।
বিশ্লেষকেরা
মনে
করছেন,
কলম্বিয়ার
ডানপন্থী
বিরোধী
দলের
সঙ্গে
ট্রাম্প
প্রশাসনের
ঘনিষ্ঠতা
পেত্রো
সরকারকে
আরও
চাপে
ফেলতে
পারে।
এডমিন 













