রায়
ঘোষণার
কয়েক
দিন
পর
বিবিসি
নিঠারিতে
গিয়ে
দেখেছে,
বেশির
ভাগ
ভুক্তভোগীর
পরিবার
এখন
আর
সেখানে
থাকে
না।
এখনো
সেখানে
যাঁরা
থাকেন,
তাঁদের
দুজন
বলেন,
অপ্রত্যাশিত
হলেও
তাঁরা
আদালতের
আদেশের
সঙ্গে
মানিয়ে
নেওয়ার
চেষ্টা
করছেন।
তবে
বিস্ময়ের
সঙ্গে
তাঁরা
বলেন,
‘যদি
মণীন্দ্র
ও
সুরেন্দ্র
না
করে
থাকেন,
তাহলে
কারা
আমাদের
সন্তানদের
হত্যা
করল?’
মুক্তি
পাওয়ার
পর
দেওয়া
সাক্ষাৎকারে
মণীন্দ্র
সিং
নিজেকে
নির্দোষ
দাবি
করেন।
কারামুক্তির
পর
সুরেন্দ্র
কোলিকে
জনসমক্ষে
দেখা
যায়নি
আর
তিনি
এ
নিয়ে
কোনো
মন্তব্যও
করেননি।
তবে
তাঁর
আইনজীবী
যুগ
মোহিত
চৌধুরী
বলেছেন,
‘তার
বিরুদ্ধে
আনা
সব
সাক্ষ্যপ্রমাণই
বানোয়াট।’
এডমিন 










