আগামী
জাতীয়
সংসদ
নির্বাচনে
তারেক
রহমান
কোন
কোন
আসন
থেকে
প্রতিদ্বন্দ্বিতা
করবেন,
এমন
প্রশ্নেরও
জবাব
দিয়েছেন
সালাহউদ্দিন
আহমদ।
তিনি
সাংবাদিকদের
বলেছেন,
দলের
ভারপ্রাপ্ত
চেয়ারম্যান
অবশ্যই
নির্বাচনে
অংশগ্রহণ
করবেন।
আসন
পরে
নির্ধারিত
হবে।
বাংলাদেশের
যেকোনো
আসন
থেকে
তিনি
নির্বাচন
করতে
পারেন।
বিএনপির
চেয়ারপারসন
খালেদা
জিয়া
আগামী
নির্বাচনে
অংশ
নেবেন
কি
না,
এই
প্রশ্নে
সালাহউদ্দিন
আহমদ
বলেন,
‘আমরা
আশা
করছি,
দেশনেত্রী
বেগম
খালেদা
জিয়া
নিজের
শারীরিক
অবস্থা
বিবেচনায়
নিয়ে
নিজের
সিদ্ধান্ত
নেবেন
নির্বাচন
করবেন
কি
না।
আমরা
তো
চাই
তিনি
নির্বাচনে
অংশ
নিন।’
জাতীয়
পার্টি
প্রসঙ্গে
এক
প্রশ্নের
জবাবে
বিএনপি
নেতা
সালাহউদ্দিন
আহমদ
বলেন,
জাতীয়
পার্টি
বাংলাদেশে
নিষিদ্ধ
কোনো
রাজনৈতিক
দল
নয়।
তাদের
রেজিস্ট্রেশনও
বহাল
আছে।
তাদের
বিরুদ্ধে
মানবতাবিরোধী
অপরাধের
কোনো
মামলা
এখন
পর্যন্ত
দায়ের
করা
হয়নি।
জাতীয়
পার্টি
নির্বাচনে
অংশগ্রহণ
করবে
কি
করবে
না,
সেটা
তাদের
নিজস্ব
ব্যাপার।
বিএনপির
স্থায়ী
কমিটির
এই
সদস্য
বলেন,
‘আওয়ামী
লীগের
তো
কোনো
রেজিস্ট্রেশন
এখন
নাই।
নির্বাচন
কমিশনে
মার্কাও
নাই
এবং
তাদের
বিরুদ্ধে,
তাদের
নেতৃবৃন্দের
বিরুদ্ধে
মানবতাবিরোধী
অপরাধে
এবং
গণহত্যার
অপরাধে
বিচার
চলছে।
অনেকেই
বাকি
আছে।
তারাও
হয়তো
বিচারের
আওতায়
আসবে।
দল
হিসেবে
আওয়ামী
লীগের
বিরুদ্ধে
তদন্ত
শুরু
হয়েছে।
রাজনৈতিক
দল
হিসেবে
আওয়ামী
লীগের
বিরুদ্ধে
মামলা
দায়ের
করা
হতে
পারে
শিগরিই।…এখন
যদি
জাতীয়
পার্টি
এসে
আওয়ামী
লীগকে
ছাড়া
নির্বাচন
না
করতে
চায়,
সেটা
তাদের
স্বাধীনতা।’
এডমিন 











