‘ভারতের
সমীকরণ
পাল্টানো
প্রয়োজন’
হাসিনার
বিরুদ্ধে
রায়
ঘোষণার
পর
ভারতের
পররাষ্ট্র
মন্ত্রণালয়
একটি
বিবৃতি
দিয়েছে।
এতে
বলা
হয়েছে,
হাসিনার
রায়ের
বিষয়ে
ভারত
অবগত
হয়েছে
এবং
তারা
সব
সময়
সব
অংশীজনের
সঙ্গে
গঠনমূলকভাবে
যুক্ত
থাকবে।
ভারত
আরও
বলেছে,
তারা
বিশেষ
করে
শান্তি,
গণতন্ত্র,
অন্তর্ভুক্তি
এবং
স্থিতিশীলতার
ক্ষেত্রে
বাংলাদেশের
জনগণের
সর্বোত্তম
স্বার্থ
নিশ্চিত
করার
বিষয়ে
প্রতিশ্রুতিবদ্ধ।
তবু
বর্তমানে
নয়াদিল্লি
ও
ঢাকার
মধ্যকার
সম্পর্কটা
শীতল।
হাসিনার
শাসনকালে
যে
সমৃদ্ধশীল
অর্থনৈতিক,
নিরাপত্তা
এবং
রাজনৈতিক
সম্পর্ক
গড়ে
উঠেছিল,
তা
এখন
অনাস্থার
সম্পর্কে
রূপ
নিয়েছে।
ভারতের
সাবেক
হাইকমিশনার
পিনাক
রঞ্জন
চক্রবর্তী
বলেছেন,
শিগগিরই
এ
অবস্থার
পরিবর্তন
হবে
বলে
তিনি
মনে
করেন
না।
পিনাক
চক্রবর্তী
আল–জাজিরাকে
বলেন,
‘এই
সরকারের
(বাংলাদেশ)
অধীনে
দ্বিপক্ষীয়
সম্পর্কের
টানাপোড়েন
থেকে
যাবে।
কারণ,
তারা
বারবার
বলতে
থাকবে,
ভারত
আমাদের
কাছে
হাসিনাকে
ফেরত
দিচ্ছে
না।’
এডমিন 














