নাটোর
থেকে
সাতটি
মোটরসাইকেলে
কক্সবাজার
বেড়াতে
এসেছিলেন
১৩
তরুণ
বাইকার।
ভ্রমণ
শেষে
চট্টগ্রাম–কক্সবাজার
মহাসড়কের
লোহাগাড়ায়
নিয়ন্ত্রণ
হারায়
বহরের
একটি
মোটরসাইকেল।
এতে
মারা
যান
এক
বাইকার।
আজ
রোববার
বেলা
সোয়া
দুইটার
দিকে
মহাসড়কের
লোহাগাড়া
উপজেলা
অংশের
চুনতি
জাঙ্গালিয়া
এলাকায়
এ
দুর্ঘটনা
ঘটে।
নিহত
তরুণের
নাম
সাকিবুল
হাসান
(২৫)।
তিনি
নাটোরের
সিংড়া
উপজেলার
আতাউর
রহমানের
ছেলে।
একটি
‘বাইকার
গ্রুপের’
সঙ্গে
তিনি
নাটোর
থেকে
মোটরসাইকেলে
কক্সবাজার
ঘুরতে
এসেছিলেন
বলে
জানিয়েছে
পুলিশ।
এডমিন 












