আফসির
হয়ে
মামুনুর
রশীদ
লিখেছেন,
‘আমি
তো
কিছুই
করিনি
বাবা…কিন্তু
আমার
সেই
জন্মদিনেই—৬
অক্টোবর,
যেদিন
কেক
খাওয়ার
কথা
ছিল,
সেই
দিনেই
আমাকে
দাফন
করা
হলো।
জন্ম
আর
মৃত্যু—একই
দিনে…।
এমন
নির্মম
কাকতাল
পৃথিবী
হয়তো
খুব
কমই
দেখেছে।’
খোলাচিঠিতে
লেখা
হয়েছে,
‘আমি
এখন
তোমাদের
কাছে
নেই
বাবা,
কিন্তু
আমি
আছি—তোমাদের
চোখে,
কান্নায়,
প্রতিটি
নিশ্বাসে।
আমার
আত্মা
চায়,
যারা
আমার
হাসি
কেড়ে
নিয়েছে,
যারা
আমার
জীবনের
আলো
নিভিয়ে
দিয়েছে—তাদের
যেন
এই
দেশের
আইন
কঠোরতম
শাস্তি
দেয়।’
এডমিন 















