সিডনির
এডমন্ডসন
পার্কের
ইডি
স্কয়ারে
শনিবার
সন্ধ্যায়
যেন
সিনেমা
হলে
ঢোকার
আগেই
গল্প
শুরু
হয়ে
যায়।
প্রবেশপথের
সামনে
উপচে
পড়া
ভিড়,
শিশুদের
হাতে
রঙিন
পপকর্নের
বাক্স,
গোলাপি
আর
হালকা
সবুজ
রঙের
পোশাকে
সাজানো
দর্শক—সব
মিলিয়ে
স্পষ্ট
বোঝা
যায়,
আজকের
সন্ধ্যাটা
আর
দশটা
মুভি
নাইটের
মতো
নয়।
‘উইকেড:
ফর
গুড’
দেখতে
আসা
দর্শকেরা
যেন
ইচ্ছাকৃতভাবেই
সিনেমার
জগৎটাকে
সঙ্গে
করে
নিয়ে
এসেছেন
বাস্তব
জীবনে।
মনে
হচ্ছিল,
হলে
ঢোকার
আগেই
সবাই
ঢুকে
পড়েছে
এক
রঙিন
রূপকথার
আবহে।
এই
ছবি
দেখার
ব্যাপারে
কয়েক
দিন
ধরেই
মেয়ের
আবদার
চলছিল।
সময়
আর
টিকিট—দুটোর
সমন্বয়
হচ্ছিল
না।
অবশেষে
শনিবার
সন্ধ্যায়
সেই
অপেক্ষার
ইতি
হলো।
স্ত্রী
আর
দুই
সন্তান—জারা
ও
জোহানকে
নিয়ে
সিনেমা
হলে
ঢোকার
সময়
টের
পেলাম,
আমরা
শুধু
একটি
ছবি
দেখতে
যাচ্ছি
না;
বরং
পরিবার
নিয়ে
ভাগ
করে
নেওয়ার
মতো
একটি
অভিজ্ঞতার
দিকে
এগোচ্ছি।
আলোঝলমলে
লবি,
চারপাশে
ভেসে
বেড়ানো
পরিচিত
মিউজিক্যাল
সুর,
আর
শিশুদের
চোখে
খাঁটি
উচ্ছ্বাস—সব
মিলিয়ে
ছবির
শুরু
হওয়ার
অনেক
আগেই
তৈরি
হয়ে
যায়
আলাদা
এক
আবহ।
মনে
হচ্ছিল,
পর্দায়
গল্প
শুরু
হওয়ার
আগেই
আমরা
তার
ভেতরে
ঢুকে
পড়েছি।
০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
এই সিনেমা শুধু শিশুদের জন্য নয়
-
এডমিন - আপডেট সময়ঃ ১২:০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- 14
ট্যাগঃ
জনপ্রিয় খবর



















