মামলার
অভিযোগে
বাদীরা
উল্লেখ
করেন,
তাঁরা
সালমান
এফ
রহমানের
কোম্পানি
বেক্সিমকো
এভিয়েশন
লিমিটেডে
পাইলট
হিসেবে
চাকরি
নিয়েছিলেন।
সালমান
এফ
রহমান
দেশের
বিভিন্ন
জায়গায়
হেলিকপ্টারে
যাওয়া
আসা
করতেন।
অভিযোগে
বাদীরা
আরও
বলেন,
এ
বছরের
ফেব্রুয়ারিতে
তাঁদের
বেতন
বকেয়া
রেখে
চাকরিচ্যুত
করা
হয়।
ওই
সময়
জানানো
হয়েছিল,
তাঁদের
বেতন
ও
ভাতা
পরে
পরিশোধ
করা
হবে।
কিন্তু
পরে
কয়েকবার
যোগাযোগ
করেও
বেতন
দেওয়া
হয়নি,
প্রতারণা
করা
হয়েছে।
তিনটি
মামলায়
মোট
১
কোটি
২০
লাখ
৫৫
হাজার
টাকার
প্রতারণা
করার
অভিযোগ
আনা
হয়েছে।
এডমিন 


















