পরিবেশ
বিপর্যয়
কীভাবে
মানুষের
জন্য
হুমকি
সৃষ্টি
করে,
তা
আমরা
প্রতিদিন
রাস্তায়
বের
হলে
বায়ুদূষণ
থেকেই
টের
পাই।
জলবায়ু
পরিবর্তনজনিত
বড়
দুর্যোগ
তো
রয়েছেই।
প্রলয়ংকরী
ঘূর্ণিঝড়,
অস্বাভাবিক
তাপমাত্রা
ও
বৃষ্টিপাত,
ভয়াবহ
বন্যা,
সমুদ্রপৃষ্ঠের
উচ্চতা
বৃদ্ধি
থেকে
শুরু
করে
নানা
আঙ্গিকে
মানুষের
অস্তিত্বসংকটের
ইঙ্গিত
পাওয়া
যাচ্ছে।
তাই
প্রথম
আলো
পরিবেশ
ও
জলবায়ু
নিয়ে
সব
সময়
সক্রিয়
ভূমিকা
নিয়েছে।
এক
বছর
ধরে
প্রথম
আলো
আরও
বিস্তৃত
পরিসরে
পরিবেশ
ও
জলবায়ু
নিয়ে
কাজ
শুরু
করেছে।
এখন
আর
শুধু
ঘটনার
প্রতিক্রিয়া
হিসেবে
প্রতিবেদন
নয়,
পরিবেশবিষয়ক
সাংবাদিকতাকে
নিয়মিত
করার
লক্ষ্যে
সংবাদপত্রটি
নিয়েছে
এক
প্রশংসনীয়
উদ্যোগ।
প্রতি
সপ্তাহের
বৃহস্পতিবার
প্রথম
পাতা
থেকে
শুরু
হয়ে
এ
বিষয়ে
দীর্ঘ
অনুসন্ধানী
প্রতিবেদন
এক
পাতাজুড়ে
ছাপা
হচ্ছে।
এই
উদ্যোগ
থেকে
পরিবেশ
ও
জলবায়ু
নিয়ে
প্রথম
আলোর
ভূমিকার
বিষয়টি
সামনে
আসে।
বিগত
এক
বছরে
প্রথম
আলোর
বিশেষ
এই
উদ্যোগে
৩৪টি
বড়
অনুসন্ধানী
প্রতিবেদন
প্রকাশিত
হয়েছে।
ঢাকাসহ
সারা
দেশে
প্রথম
আলোর
সাংবাদিকেরা
এই
কাজে
যুক্ত
হয়েছেন।
প্রথম
আলোর
সারা
দেশের
প্রতিনিধিরা
নিজেরাই
উৎসাহী
হয়ে
পরিবেশ
ও
জলবায়ু
নিয়ে
তাঁদের
আগ্রহের
কথা
জানিয়ে
অনুসন্ধানী
প্রতিবেদনের
পরিকল্পনা
পাঠাচ্ছেন।
এর
বাইরে
নিয়মিত
জলবায়ু
পরিবর্তন
ও
পরিবেশ–সংক্রান্ত
প্রতিবেদনও
প্রকাশিত
হচ্ছে।
এডমিন 

















