জাপানের
শাসক
দল
লিবারেল
ডেমোক্রেটিক
পার্টি
(এলডিপি)
সানায়ে
তাকাইচিকে
আজ
শনিবার
দলীয়
প্রধান
নির্বাচিত
করেছে।
এতে
প্রথম
নারী
হিসেবে
তিনি
দেশটির
পরবর্তী
প্রধানমন্ত্রী
হতে
যাচ্ছেন।
৬৪
বছর
বয়সী
তাকাইচি
যুক্তরাজ্যের
সাবেক
প্রধানমন্ত্রী
মার্গারেট
থ্যাচারকে
নিজের
আদর্শ
মনে
করেন।
দলীয়
প্রধান
নির্বাচিত
হওয়ার
পর
তিনি
বলেন,
ধুঁকতে
থাকা
এলডিপির
ভাগ্য
ফেরাতে
আমাকে
‘পর্বতসমান
কাজ’
শেষ
করতে
হবে।
কয়েক
দশক
ধরে
প্রায়
নিরবচ্ছিন্নভাবে
জাপান
শাসন
করে
আসছে
এলডিপি।
কিন্তু
অভিবাসনবিরোধী
‘সানসেইতো’সহ
ছোট
দলগুলোর
প্রতি
সমর্থন
বৃদ্ধির
কারণে
দলটির
প্রতি
সমর্থন
ব্যাপকভাবে
কমেছে।
এডমিন 















