অবস্থান
কর্মসূচিতে
পুরকৌশল
বিভাগের
শিক্ষার্থী
হানিফ
নিশান
বলেন,
‘সিন্ডিকেটের
কবলে
পড়ে
স্নাতক
প্রকৌশলীরা
আজ
অবহেলিত
ও
বঞ্চিত।
তাঁরা
দেশের
উন্নতি
হোক
চান
না।
ডিপ্লোমাদের
কোটা
প্রথার
কারণে
স্নাতক
প্রকৌশলীরা
দেশের
কাজে
অবদান
রাখতে
পারছেন
না।
তাঁরা
পাড়ি
জমাচ্ছেন
বিদেশে।
এই
ব্রেইন
ড্রেইন
না
ঠেকালে
দেশের
উন্ময়ন
সম্ভব
নয়।’
পেট্রোলিয়াম
ও
খনি
প্রকৌশল
বিভাগের
শিক্ষার্থী
ইব্রাহিম
ইসলাম
বলেন,
জুলাই
আন্দোলনে
পর
একটি
কর্মসূচি
ছিল
‘রিভার্স
ব্রেইন
ড্রেইন’।
কিন্তু
দেশের
সরকার
সেটা
ধরে
রাখতে
পারেনি।
এখনো
সম্মান–মর্যাদার
জন্য
মাঠে
লড়তে
হচ্ছে।
পুলিশের
হামলায়
আহত
হচ্ছেন
তাঁদের
সহপাঠীরা।
প্রকৌশল
পেশায়
ডিপ্লোমাদের
কাছে
ধরাশায়ী
হচ্ছেন।
একজন
বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থী
প্রকৌশলে
স্নাতক
হয়েও
তাঁর
মর্যাদাটুকু
দেওয়া
হচ্ছে
না।
এডমিন 












