নবী
হোসেনের
লাশটি
বিকেল
সাড়ে
চারটা
পর্যন্ত
আড়াইহাজার
থানায়
রাখা
ছিল।
ময়নাতদন্তের
জন্য
লাশটি
নারায়ণগঞ্জ
জেনারেল
হাসপাতালে
পাঠানোর
প্রস্তুতি
চলছে।
বিষয়টি
নিয়ে
তাৎক্ষণিকভাবে
নিহত
নবী
হোসেনের
পরিবারের
সদস্যদের
সঙ্গে
যোগাযোগ
করা
সম্ভব
হয়নি।
এ
ঘটনায়
আইনি
ব্যবস্থা
গ্রহণ
করা
হবে
জানিয়েছেন
পুলিশ
কর্মকর্তা
সাইফুদ্দিন।
এ
নিয়ে
গত
এক
মাসে
আড়াইহাজার
উপজেলার
দুটি
ইউনিয়নে
পৃথক
ঘটনায়
অন্তত
তিনজনকে
পিটিয়ে
হত্যার
ঘটনা
ঘটল।
এর
আগে
গত
সোমবার
সকালে
চাঁদা
দাবির
অভিযোগ
তুলে
ব্রাহ্মন্দী
ইউনিয়ন
পরিষদের
৩
নম্বর
ওয়ার্ড
সদস্য
মো.
সোহেলকে
পিটিয়ে
হত্যা
করা
হয়।
সোহেলের
পরিবার
চাঁদাবাজির
অভিযোগকে
মিথ্যা
দাবি
করেছেন।
সোহেলের
স্বজনদের
দাবি,
মাদক
ব্যবসার
বিরোধিতা
করায়
পরিকল্পিতভাবে
তাঁকে
হত্যা
করা
হয়েছে।
সোহেলের
বিরুদ্ধে
মাদক,
ডাকাতি,
চাঁদাবাজিসহ
অন্তত
১৫টি
মামলা
ছিল।
এডমিন 















