বৈঠকে
বিজিএমইএর
সভাপতি
ছাড়াও
জ্যেষ্ঠ
সহসভাপতি
ইনামুল
হক
খান,
সহসভাপতি
মো.
রেজোয়ান
সেলিম,
মিজানুর
রহমান,
ভিদিয়া
অমৃত
খান,
পরিচালক
মোহাম্মদ
আব্দুর
রহিম,
পরিচালক
ফয়সাল
সামাদ,
শেখ
হোসেন
মোহাম্মদ
মোস্তাফিজ
উপস্থিত
ছিলেন।
বিজিএমইএর
এক
সংবাদ
বিজ্ঞপ্তিতে
বিষয়টি
জানানো
হয়।
মাহমুদ
হাসান
খান
বলেন,
তৈরি
পোশাক
খাতের
শ্রম
পরিস্থিতি
স্থিতিশীল
রাখা
বিজিএমইএর
অন্যতম
অগ্রাধিকার।
তাঁর
নেতৃত্বে
পর্ষদ
দায়িত্ব
নেওয়ার
পরপরই
সুষ্ঠু
শিল্প
সম্পর্ক
গড়ে
তোলার
জন্য
৮১টি
শ্রমিক
ফেডারেশনের
সঙ্গে
সংলাপ
করেছে।
যুক্তরাষ্ট্র
প্রশাসন
পাল্টা
শুল্কের
নির্বাহী
আদেশে
বলা
হয়,
বাংলাদেশ
থেকে
রপ্তানি
করা
তৈরি
পোশাকে
যদি
কমপক্ষে
২০
শতাংশ
যুক্তরাষ্ট্রের
কাঁচামাল
ব্যবহার
করা
হয়,
তবে
সেই
পণ্যের
ওপর
নতুন
আরোপ
শুল্ক
থেকে
আনুপাতিকভাবে
অব্যাহতি
পাওয়া
যাবে।
বৈঠকে
বিষয়টি
নিয়ে
বিজিএমইএ
নেতারা
মার্কিন
প্রতিনিধিদলের
কাছে
জানতে
চান,
রপ্তানি
পণ্যে
কী
ফর্মুলায়
বা
প্রক্রিয়ায়
যুক্তরাষ্ট্রের
কাঁচামাল
ব্যবহারের
মূল্যায়ন
এবং
স্বচ্ছতা
ও
ট্রেসেবিলিটি
নির্ণয়
করা
হবে।
এ
ব্যাপারে
দূতাবাসের
সহযোগিতা
কামনা
করেন
তাঁরা।
এডমিন 












