যুক্তরাষ্ট্র
ও
ইউরোপীয়
দেশগুলো
বারবার
উদ্বেগ
জানিয়ে
এসেছে,
চীনে
প্রতিষ্ঠানগুলো
রুশ
অস্ত্র
নির্মাতাদের
অস্ত্র
সরবরাহ
দিচ্ছে।
এ
জন্য
কিছু
প্রতিষ্ঠানের
ওপর
তারা
নিষেধাজ্ঞাও
দিয়েছে।
বার্তা
সংস্থা
রয়টার্সের
গত
জুলাইয়ের
এক
প্রতিবেদনে
জানিয়েছিল,
কুপল
হাজার
হাজার
একমুখী
হামলা
চালাতে
সক্ষম
গারপিয়া
ড্রোন
তৈরি
করছে।
এতে
চীনের
যন্ত্রাংশ,
বিশেষ
করে
ইঞ্জিন
ব্যবহার
করা
হচ্ছে।
গারপিয়া
ইরানের
শাহেদ
ড্রোনের
আদলে
তৈরি,
যা
শত
শত
মাইল
উড়ে
আগে
থেকে
নির্ধারিত
লক্ষ্যবস্তুতে
গিয়ে
আঘাত
হানতে
সক্ষম।
কিয়েভ
জানিয়েছে,
মাসে
প্রায়
৫০০
এমন
ড্রোন
দিয়ে
ইউক্রেনে
হামলা
চালানো
হচ্ছে।
দুই
ইউরোপীয়
কর্মকর্তা
বলেছেন,
অল্পসংখ্যক
চীনের
অ্যাটাক
ড্রোনের
চালান
ও
চীনের
বিশেষজ্ঞদের
রাশিয়ার
অস্ত্র
কারখানায়
উপস্থিতি
ইঙ্গিত
দিচ্ছে,
কুপল
নতুন
ধরনের
ড্রোন
উৎপাদন
বৃদ্ধি
করার
চেষ্টা
চালাচ্ছে।
তবে
চীনের
ড্রোন
পাঠানোর
সঠিক
কারণ
কিংবা
বিশেষজ্ঞরা
ঠিক
কী
ধরনের
কাজ
করেছেন,
সেই
বিষয়ে
নিরপেক্ষভাবে
যাচাই
করতে
পারেনি
রয়টার্স।
এডমিন 















