১৩
ডিসেম্বর
(শনিবার)
রাজধানীর
মোহাম্মদপুর
এলাকা
থেকে
মো.
আব্দুল
হান্নানকে
আটক
করা
হয়।
পরের
দিন
আদালত
তাঁর
তিন
দিনের
রিমান্ড
মঞ্জুর
করেন।
ওই
দিন
রিমান্ড
শুনানিতে
হান্নান
আদালতে
দাবি
করেন,
মোটরসাইকেলটি
তাঁর
নয়।
তখন
হান্নান
বলেছিলেন,
আটকের
পর
তিনি
র্যাব
ও
পুলিশকে
অনুরোধ
করেছিলেন
শোরুমে
(বিক্রয়কেন্দ্র)
নিয়ে
যেতে।
তাহলে
আসল
সত্য
বেরিয়ে
আসবে।
কিন্তু
র্যাব–পুলিশ
তা
করেনি।
মোটরসাইকেলটি
নিজের
নয়
দাবি
করে
হান্নান
সেদিন
আদালতে
বলেন,
তিনি
মিরপুর
মাজার
রোডের
একটি
শোরুম
থেকে
এটি
কিনেছিলেন।
কিন্তু
হাতে
সমস্যা
থাকায়
চালাতে
পারছিলেন
না।
একপর্যায়ে
তিনি
মোটরসাইকেলটি
ওই
শোরুমেই
আবার
বিক্রি
করে
দেন।
দুই
মাস
আগে
মালিকানা
বদলের
জন্য
শোরুম
থেকে
ফোন
করা
হলেও
অসুস্থতার
কারণে
তিনি
যেতে
পারেননি।
এডমিন 













