কোনো
নেয়ামত
পেলে
একজন
মুমিনকে
দুটি
বিষয়
মনে
রাখতে
হয়—
-
শুকরিয়া
আদায়
করা:
আল্লাহর
দানকে
তাঁর
ইবাদত
ও
কৃতজ্ঞতার
মাধ্যমে
স্বীকার
করা। -
সঠিক
কাজে
ব্যবহার
করা:
নেয়ামত
অপব্যবহার
করলে
তা
আযাবের
কারণ
হয়।
যেমন,
স্বাস্থ্য
নষ্ট
করা,
সম্পদ
অপচয়
করা
বা
সময়
নষ্ট
করা।
কোরআনে
বলা
হয়েছে,
“যদি
তোমরা
কৃতজ্ঞতা
প্রকাশ
কর,
তবে
অবশ্যই
আমি
তোমাদের
জন্য
নেয়ামত
বাড়িয়ে
দেব।”
(সুরা
ইব্রাহিম,
আয়াত:
৭)
মোটকথা
নেয়ামত
মানে
কেবল
ভোগ-বিলাস
নয়,
বরং
জীবনের
প্রতিটি
শ্বাস-প্রশ্বাসই
আল্লাহর
দান।
ঈমান,
স্বাস্থ্য,
সময়,
পরিবার,
শান্তি—এসবই
নেয়ামত।
একজন
সত্যিকারের
মুমিনের
কর্তব্য
হলো
নেয়ামতকে
সঠিকভাবে
ব্যবহার
করা
এবং
সর্বদা
আল্লাহর
কাছে
শুকরিয়া
আদায়
করা।
কেননা,
কৃতজ্ঞ
বান্দার
জন্য
আল্লাহ
নেয়ামতের
ভাণ্ডার
আরও
উন্মুক্ত
করে
দেন।
এডমিন 
















