ভেনেজুয়েলার
প্রেসিডেন্ট
নিকোলা
মাদুরোকে
তুলে
নেওয়ার
পর
দেশটির
অন্তর্বর্তীকালীন
নেতাদের
সিদ্ধান্তে
ছড়ি
ঘোরাবে
যুক্তরাষ্ট্র।
এ
ছাড়া
দেশটির
তেল
বিক্রি
‘অনির্দিষ্টকালের’
জন্য
নিয়ন্ত্রণও
করবে
মার্কিন
প্রেসিডেন্ট
ডোনাল্ড
ট্রাম্পের
প্রশাসন।
গত
বুধবার
ওয়াশিংটনের
পক্ষ
থেকে
এই
সিদ্ধান্তের
কথা
জানানো
হয়।
এদিকে
ডোনাল্ড
ট্রাম্প
বলেছেন,
ভেনেজুয়েলার
ওপর
কত
দিন
মার্কিন
সরাসরি
তদারকি
বজায়
থাকবে,
তা
‘সময়ই
বলে
দেবে’।
তেলসমৃদ্ধ
দক্ষিণ
আমেরিকার
দেশ
ভেনেজুয়েলায়
মার্কিন
আধিপত্যের
বিষয়ে
ট্রাম্প
এমন
দাবি
করলেও
ভেনেজুয়েলার
অন্তর্বর্তীকালীন
প্রেসিডেন্ট
দেলসি
রদ্রিগেজ
বলছেন,
কারাকাসে
কোনো
বিদেশি
শক্তি
শাসন
চালাচ্ছে
না।
মাদুরোকে
তুলে
নিতে
মার্কিন
হামলার
বিষয়ে
রদ্রিগেজ
বলেন,
‘আমাদের
দ্বিপক্ষীয়
সম্পর্কের
ওপর
এমন
একটি
কলঙ্কের
দাগ
পড়ে
গেল,
যা
আমাদের
ইতিহাসে
আগে
কখনোই
ঘটেনি।’
সম্প্রতি
এক
ঝটিকা
অভিযানে
মার্কিন
বাহিনী
প্রেসিডেন্ট
মাদুরো
ও
তাঁর
স্ত্রীকে
যুক্তরাষ্ট্রে
তুলে
নিয়ে
যায়।
যুক্তরাষ্ট্র
তাঁদের
বিরুদ্ধে
মাদক
পাচারের
অভিযোগ
তোলে।
বিচারের
মুখোমুখি
করতে
দ্রুত
নিউইয়র্কে
নিয়ে
যাওয়া
হয়
তাঁদের।
এডমিন 



















