ছাত্রদল–সমর্থিত
প্যানেলের
ভিপি
প্রার্থী
বলেন,
কয়েক
দিন
ধরে
বিশ্ববিদ্যালয়
বিভিন্ন
আবাসিক
হল,
একাডেমিক
ভবন
ও
ইনস্টিটিউট,
যেখানেই
যাচ্ছেন,
সেখানে
সাধারণ
শিক্ষার্থীদের
অভূতপূর্ব
সাড়া
পাচ্ছেন।
ক্যাম্পাসে
নির্বাচনের
সুন্দর
আমেজ
বইছে।
কিছু
কিছু
সমস্যা
তৈরি
হয়েছে,
যেগুলো
নিয়ে
তাঁরা
প্রধান
রিটার্নিং
কর্মকর্তার
সঙ্গে
কথা
বলেছেন।
ডাকসু
নির্বাচনের
জন্য
গঠিত
নির্বাচন
কমিশনের
দৃষ্টি
আকর্ষণ
করে
আবিদুল
ইসলাম
বলেন,
‘আমি
আবার
অনুরোধ
করব,
যেসব
ফেসবুক
পেজ
বা
অনলাইনে
বিভিন্ন
প্রার্থীদের
সম্পর্কে
অপপ্রচার
চালানো
হচ্ছে,
সেগুলোর
বিরুদ্ধে
যেন
ব্যবস্থা
নেওয়া
হয়।
এসব
পেজ
থেকে
নানা
ভুল
তথ্য,
অপতথ্য
ছড়ানো
হচ্ছে।’
এডমিন 







