ইয়ুর্গেন
ক্লপ
যখন
২০১৫
সালে
লিভারপুলের
দায়িত্ব
নিলেন,
তাঁকেও
তো
অ্যানফিল্ডের
ইতিহাস
আর
রোমাঞ্চই
বেশি
টেনেছিল।
লিভারপুল
তখন
পয়েন্ট
তালিকার
দশে।
সে
জন্যই
দায়িত্ব
নিয়ে
ক্লপ
বলেছিলেন,
‘এই
ক্লাবের
বিশালতা,
আবেগ
সবকিছুই
আমাকে
টেনেছে।
আমি
ফুটবল
রোমান্টিক।
অন্য
অনেক
ক্লাবের
সঙ্গে
কথা
বলেছিলাম,
কিন্তু
ওদের
কথায়
ফুটবলের
গন্ধ
ছিল
না।
মনে
হচ্ছিল,
সবটাই
বাজারজাতকরণ—এই
খেলোয়াড়কে
নিতে
হবে,
ওই
চুক্তি
করতে
হবে।
আমার
মনে
হয়েছে,
এটা
তো
সেই
খেলা
নয়,
যেটা
আমি
ভালোবাসি।
লিভারপুল
যখন
নিজেদের
সমস্যার
কথা
বলল,
বুঝেছিলাম,
আমিই
হয়তো
তাদের
জন্য
সঠিক
মানুষ।
এটা
একটা
ফুটবল
ক্লাব…সত্যিকারের
ফুটবল
ক্লাব।’
অবশ্য
ক্লপের
সেই
রোমান্টিকতা
কিছুদিন
আগেই
রেড
বুলের
মতো
একটা
ক্লাবে
যোগ
দেওয়ায়
কিছুটা
হলেও
প্রশ্নবিদ্ধ
হয়েছে।
ভাগ্য
কত
রকম
পথ
দেখায়!
এডমিন 













