ফ্রান্স
আনবাউডের
নেতা
জঁ-লুক
মেলঁশো
শনিবার
ফরাসি
সরকারের
নিন্দা
করেন।
তিনি
উল্লেখ
করেন,
অন্যান্য
দেশের
আটক
নাগরিকদের
ইতিমধ্যে
ইসরায়েল
থেকে
ফেরত
পাঠানো
হয়েছে।
জঁ-লুক
মেলঁশো
এক্সে
লেখেন,
‘(ফরাসি)
সংসদ
সদস্যদের
তাঁদের
নিজস্ব
পরিষদও
উপেক্ষা
করছে।
আমাদের
এটি
মনে
রাখা
উচিত।’
অন্যদিকে
মাখোঁ
সরকারের
সাবেক
মন্ত্রী
ও
বর্তমান
ইউরোপীয়
পার্লামেন্ট
সদস্য
নাথালি
লুইজো
পাল্টা
মন্তব্য
করে
বলেছেন,
‘ফ্রান্স
যা
করা
দরকার,
তা-ই
করছে
এবং
এই
ফ্লোটিলায়
থাকা
ফরাসি
নাগরিকদের
কনসুলার
সুরক্ষা
দিচ্ছে।’
নাথালি
লুইজো
ফ্রান্স
আনবাউডের
ফ্লোটিলায়
অংশগ্রহণকে
‘উদ্বেগজনক’
আখ্যায়িত
করেছেন।
তিনি
ফরাসি
চ্যানেল
ফ্রান্স
৩-কে
বলেন,
‘এটা
কি
সত্যিই
ফিলিস্তিনিদের
ও
গাজায়
তাদের
দুর্দশাকে
সামনে
আনার
প্রচেষ্টা,
নাকি
কেবল
আত্মপ্রচারের
কৌশল?
আমার
আশঙ্কা,
দ্বিতীয়টাই
বেশি।’
এডমিন 















