০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের আসামে বাংলাদেশ মিশন ঘিরে বিক্ষোভ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১২:০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • 0

বাংলাদেশ
বিষয়ে
ভারতের
আগের
অবস্থানের
যে
পরিবর্তন
হয়নি,
সেটি
গত
শুক্রবার
ভারতের
পররাষ্ট্র
মন্ত্রণালয়ের
মুখপাত্র
রণধীর
জয়সোয়ালের
বক্তব্যে
প্রতিফলিত
হয়েছে।
ব্রিফিংয়ে
জয়সোয়াল
দাবি
করেন,
অন্তর্বর্তী
সরকারের
সময়কালে
সংখ্যালঘুদের
বিরুদ্ধে

হাজার
৯০০টির
বেশি
সহিংসতার
ঘটনা
স্বাধীনভাবে
নথিভুক্ত
হয়েছে,
যেগুলোকে
শুধুই
‘মিডিয়া
অতিরঞ্জন’
বা
‘রাজনৈতিক
সহিংসতা’
বলে
উড়িয়ে
দেওয়া
যায়
না।
তিনি
বলেন,
‘সংখ্যালঘুদের
নিরাপত্তা
আমরা
কীভাবে
দেখি,
সে
বিষয়ে
আমাদের
অবস্থান
খুবই
স্পষ্ট।’

বাংলাদেশের
কূটনীতিকদের
কাছে
জানতে
চাইলে
তাঁদের
বেশ
কয়েকজন
ওই
সংখ্যা
নিয়ে
বিস্ময়
প্রকাশ
করেন।
এত
বিপুল
সংখ্যায়
সহিংসতার
ঘটনা
আদৌ
ঘটেছে
কি
না
আর
কীভাবে
সেই
সংখ্যা
নথিভুক্ত
করা
হয়েছে,
তা
নিয়ে
তাঁরা
সন্দিহান।

নাম
প্রকাশ
না
করার
শর্তে
একাধিক
কূটনীতিক
এই
প্রতিবেদককে
বলেন,
হুট
করে

হাজার
৯০০
সংখ্যাটি
কেন,
কীভাবে
এল!
যদি
সহিংসতার
ঘটনা
ঘটেই
থাকে,
তবে
আগে
কেন
ভারত
সে
কথা
বলেনি।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

ভারতের আসামে বাংলাদেশ মিশন ঘিরে বিক্ষোভ

আপডেট সময়ঃ ১২:০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ
বিষয়ে
ভারতের
আগের
অবস্থানের
যে
পরিবর্তন
হয়নি,
সেটি
গত
শুক্রবার
ভারতের
পররাষ্ট্র
মন্ত্রণালয়ের
মুখপাত্র
রণধীর
জয়সোয়ালের
বক্তব্যে
প্রতিফলিত
হয়েছে।
ব্রিফিংয়ে
জয়সোয়াল
দাবি
করেন,
অন্তর্বর্তী
সরকারের
সময়কালে
সংখ্যালঘুদের
বিরুদ্ধে

হাজার
৯০০টির
বেশি
সহিংসতার
ঘটনা
স্বাধীনভাবে
নথিভুক্ত
হয়েছে,
যেগুলোকে
শুধুই
‘মিডিয়া
অতিরঞ্জন’
বা
‘রাজনৈতিক
সহিংসতা’
বলে
উড়িয়ে
দেওয়া
যায়
না।
তিনি
বলেন,
‘সংখ্যালঘুদের
নিরাপত্তা
আমরা
কীভাবে
দেখি,
সে
বিষয়ে
আমাদের
অবস্থান
খুবই
স্পষ্ট।’

বাংলাদেশের
কূটনীতিকদের
কাছে
জানতে
চাইলে
তাঁদের
বেশ
কয়েকজন
ওই
সংখ্যা
নিয়ে
বিস্ময়
প্রকাশ
করেন।
এত
বিপুল
সংখ্যায়
সহিংসতার
ঘটনা
আদৌ
ঘটেছে
কি
না
আর
কীভাবে
সেই
সংখ্যা
নথিভুক্ত
করা
হয়েছে,
তা
নিয়ে
তাঁরা
সন্দিহান।

নাম
প্রকাশ
না
করার
শর্তে
একাধিক
কূটনীতিক
এই
প্রতিবেদককে
বলেন,
হুট
করে

হাজার
৯০০
সংখ্যাটি
কেন,
কীভাবে
এল!
যদি
সহিংসতার
ঘটনা
ঘটেই
থাকে,
তবে
আগে
কেন
ভারত
সে
কথা
বলেনি।