গতকাল
শনিবার
সকালে
রাজধানীর
আগারগাঁওয়ের
বাংলাদেশ-চীন
মৈত্রী
আন্তর্জাতিক
সম্মেলন
কেন্দ্রে
আয়োজিত
প্রাণী-প্রাণের
মেলায়
গিয়ে
কথা
হয়
হাস্যোজ্জ্বল
এই
পরিবারটির
সঙ্গে।
দিনব্যাপী
মেলাটির
আয়োজন
করে
বাংলাদেশ
প্রাণী
কল্যাণ
সমিতি।
স্ত্রী,
দুই
সন্তান
এবং
তাঁদের
প্রিয়
পোষ্যদের
নিয়ে
মেলায়
এসেছেন
জামিনুল
ইসলাম।
প্রায়
তিন
যুগের
বেশি
সময়
ধরে
বাড়িতে
নিজ
উদ্যোগে
বিভিন্ন
প্রাণী
পুষছেন
তিনি।
জামিনুল
জানান,
একটি-দুটি
করতে
করতে
এখন
পোষ্যের
সংখ্যা
২৪টি।
একসময়
সংগ্রহে
বিদেশি
জাতের
সাপ
ছিল।
এখন
বিরল
প্রজাতির
কয়েকটি
রাক্ষুসে
মাছ,
বিলুপ্তপ্রায়
কচ্ছপের
একটি
জাত,
বিরল
প্রজাতির
হাঁস
এবং
বিদেশি
কুকুর
আছে।
দিনব্যাপী
মেলার
সকাল
থেকেই
আসতে
শুরু
করেন
প্রাণীপ্রেমীরা।
সারি
সারি
সাজানো
তাঁবুগুলোতে
ভিড়
করছেন
তাঁরা।
কোনোটিতে
বিড়াল,
কোনোটিতে
কুকুর
আর
কোনোটিতে
পাখি।
বাইরে
খোলা
জায়গায়
দাঁড়িয়ে
আছে
বেশ
কয়েক
জাতের
ঘোড়া,
আশপাশে
ঘুরে
বেড়াচ্ছে
বিভিন্ন
বিদেশি
জাতের
বিশালাকার
কুকুর।
দেশের
বিভিন্ন
প্রান্ত
থেকে
নিজের
পালা
পোষ্যদের
নিয়ে
এসেছেন
পশুপ্রেমীরা।
পোষ্যদের
পরিচয়
করে
দিচ্ছেন
আগ্রহী
অতিথিদের
সঙ্গে।
এডমিন 















