রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে রাষ্ট্রকাঠামো পদযাত্রা করেছেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হাফেজ মঈন উদ্দিন। এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নির্মম হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদ রাব্বির কবর জিয়ারত করেছেন তিনি।
বিকেল ৪টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে পদযাত্রার কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়। এ সময় কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মঈন উদ্দিন বলেন, আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রা শুরু করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণ করতে চান তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি যদি তাঁকে মনোনয়ন দেয়, তাহলে (খোকসা-কুমারখালী) এলাকার মানুষের সেবা করবেন। শহীদ আবরার ফাহাদের দেখানো পথেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। হাফেজ মঈন উদ্দিন বলেন, ২০১৯ সালে জাতীয় রাজনীতিতে আবরার ফাহাদ হত্যা একটি বড় ঘটনা ছিল। আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে আন্দোলন বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। যে কুমারখালী উপজেলাতে আবরার ফাহাদের জন্ম হয়েছিল সেই একই উপজেলাতে তাঁরও জন্ম, তাই আগামী দিনে আবরার ফাহাদকে স্মরণ করে তাঁর আদর্শ বুকে ধারণ করে এলাকার মানুষের সেবা করে যাবেন। তিনি আরও বলেন, এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের কর্মসূচি পালনের মধ্য দিয়ে জনগণের পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই কর্মসূচি শেষে হাফেজ মঈন উদ্দিনের নিজ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শহীদ আবরার ফাহাদ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ সহ যাঁরা শহীদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত, যাঁরা আহত হয়েছেন তাঁদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।