০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে জমি বিক্রির চাঁদা না পেয়ে যুবদল নেতা ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • 1

গাজীপুরের টঙ্গীতে দাবীকৃত চাঁদা না পেয়ে শিরিন আক্তার নামের এক নারী ও তাঁর স্বামী যুবদল নেতা আব্দুল কাদেরকে মারধরের অভিযোগ উঠেছে টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় গতকাল রাতে টঙ্গী পশ্চিম থানায় ও গাজীপুর সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিরিন আক্তার।

আজ শনিবার বিকেলে সাংবাদিকদের ভুক্তভোগী শিরিন আক্তার জানান, কয়েক মাস পূর্বে পৈতৃক সূত্রে পাওয়া ৫ কাঠা জমি বিক্রি করতে গেলে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম। পরবর্তীতে ১ লক্ষ টাকা আদায় করেন তিনি। এরপর বাকি টাকা না পেয়ে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্রিত জমির সীমানা প্রাচীর করতে গেলে জাহাঙ্গীর আলম তাঁর দলবল নিয়ে দেশীয় অস্ত্র হাতে বাসায় ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁদের এলোপাতাড়ি মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় আমি ও আমার স্বামী আব্দুল কাদের প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ও সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করি।

ভুক্তভোগী নারী আরও বলেন, তাঁর স্বামী বিএনপির রাজনীতির সক্রিয় সদস্য হয়েও এই চাঁদাবাজদের হামলার শিকার হচ্ছেন। বিএনপির শীর্ষ নেতা ও প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবি করেন তিনি।

ভুক্তভোগীর স্বামী আব্দুল কাদের জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর সঙ্গে এই ধরনের নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। তিনি সিনিয়র নেতৃবৃন্দদের ঘটনা জানিয়েছেন। জাহাঙ্গীর আলমের মতো চাঁদাবাজদের বিরুদ্ধে যেন দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই সাথে প্রশাসনের প্রতি আকুল আবেদন সঠিক তদন্তের মাধ্যমে তাঁকে উপযুক্ত আইনি সহায়তা প্রদান করা হোক।

এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে অভিযোগকারীর পারিবারিক দ্বন্দ্ব আছে। গতকাল জুমার নামাজের সময় তাঁদের পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে আমরা স্থানীয়রা মিলে সমস্যার সমাধান করে দিই। তাঁর বিরুদ্ধে মারধর বা চাঁদাবাজির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত চলমান আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রার/সা.এ

ট্যাগঃ

মেঘনার পানি বাড়ায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ

গাজীপুরে জমি বিক্রির চাঁদা না পেয়ে যুবদল নেতা ও তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ

আপডেট সময়ঃ ০৬:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

গাজীপুরের টঙ্গীতে দাবীকৃত চাঁদা না পেয়ে শিরিন আক্তার নামের এক নারী ও তাঁর স্বামী যুবদল নেতা আব্দুল কাদেরকে মারধরের অভিযোগ উঠেছে টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় গতকাল রাতে টঙ্গী পশ্চিম থানায় ও গাজীপুর সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিরিন আক্তার।

আজ শনিবার বিকেলে সাংবাদিকদের ভুক্তভোগী শিরিন আক্তার জানান, কয়েক মাস পূর্বে পৈতৃক সূত্রে পাওয়া ৫ কাঠা জমি বিক্রি করতে গেলে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম। পরবর্তীতে ১ লক্ষ টাকা আদায় করেন তিনি। এরপর বাকি টাকা না পেয়ে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্রিত জমির সীমানা প্রাচীর করতে গেলে জাহাঙ্গীর আলম তাঁর দলবল নিয়ে দেশীয় অস্ত্র হাতে বাসায় ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁদের এলোপাতাড়ি মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় আমি ও আমার স্বামী আব্দুল কাদের প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় ও সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করি।

ভুক্তভোগী নারী আরও বলেন, তাঁর স্বামী বিএনপির রাজনীতির সক্রিয় সদস্য হয়েও এই চাঁদাবাজদের হামলার শিকার হচ্ছেন। বিএনপির শীর্ষ নেতা ও প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবি করেন তিনি।

ভুক্তভোগীর স্বামী আব্দুল কাদের জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর সঙ্গে এই ধরনের নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। তিনি সিনিয়র নেতৃবৃন্দদের ঘটনা জানিয়েছেন। জাহাঙ্গীর আলমের মতো চাঁদাবাজদের বিরুদ্ধে যেন দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়, সেই সাথে প্রশাসনের প্রতি আকুল আবেদন সঠিক তদন্তের মাধ্যমে তাঁকে উপযুক্ত আইনি সহায়তা প্রদান করা হোক।

এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, জমি নিয়ে অভিযোগকারীর পারিবারিক দ্বন্দ্ব আছে। গতকাল জুমার নামাজের সময় তাঁদের পারিবারিক দ্বন্দ্বের একপর্যায়ে আমরা স্থানীয়রা মিলে সমস্যার সমাধান করে দিই। তাঁর বিরুদ্ধে মারধর বা চাঁদাবাজির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত চলমান আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রার/সা.এ