খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র এবং সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহজাহান রিপনকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগড়ের সোনাইপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সন্ধ্যায় পুলিশ কাজী শাহজাহান রিপনের বাসায় অভিযান চালালে তিনি ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। পরে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান, কাজী শাহজাহান রিপন তার স্ত্রীর করা একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও, তার নামে আরও তিনটি মামলা রয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
রার/সা.এ