গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় কোকাকোলার পণ্যবাহী একটি ট্রেলার (লরি) উল্টে পড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং একাধিক যানবাহন আটকে পড়ে। দুর্ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে হোতাপাড়া বিমানঘাঁটি ইউটার্ন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোকাকোলার পণ্যবাহী একটি ট্রেলার (লরি) ভালুকা থেকে কালিগঞ্জ যাওয়ার পথে হোতাপাড়া বিমানঘাঁটি ইউটার্ন সংলগ্ন পৌঁছালে, ঢাকাগামী একটি ট্রাক ময়মনসিংহ আগামীর দিকে ইউটার্ন নেওয়ার সময় লরিটিকে চাপ দেয়। এ সময় ট্রেলারটি (লরি) নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে উল্টে পড়ে। এতে ঢাকা থেকে ময়মনসিংহগামী সড়কটিতে সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ হয়ে যায়।
একই সময়ে, একই সড়কে চলমান একটি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার কারণে যান চলাচল বিঘ্নিত হলে, বিকল্প হিসেবে ময়মনসিংহগামী যানবাহনগুলোকে উল্টো লেনে ঢাকামুখী সড়কে চালনা করা হয়। এতে উভয় দিকেই যানজট চরমে পৌঁছায় এবং মহাসড়কের দুইটি লেনই অবরুদ্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি রেকারের সাহায্যে ট্রেলারটি (লরি) অপসারণ করে। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, “দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ট্রেলারটি সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি যানবাহন জব্দ করা হয়েছে, তবে চালকেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় কেউ নিহত না হলেও তিনজন আহত হয়েছেন।”
রার/সা.এ