০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সূক্ষ্ম তারের ওপর দিয়ে যাচ্ছি, খুব সতর্ক থাকতে হবে: ফখরুল

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • 3

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা খুব একটা সূক্ষ্ম তারের ওপর দিয়ে যাচ্ছি। তাই খুব সতর্ক থাকতে হবে। চোখ-কান খোলা রাখুন, দেখবেন কতগুলো ঘটনা ঘটছে, যেগুলোর আলামত ভালো না।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমরা ঐক্যবদ্ধ ও সতর্ক না থাকলে এক-এগারোর মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়।

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন কী, দেশের মানুষ সেটি বোঝে না। আমরা অবশ্যই সংস্কার চাই। সাধারণ মানুষ চায় নির্বাচন থেকে নতুন সরকার আসুক।

বিএনপির মহাসচিব বলেন, এ দেশে গণতন্ত্রকে চলতে দিতে চায় না। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে। এমনকি শেখ মুজিবুর রহমানও এই কাজটা করেছেন একদলীয় শাসনব্যবস্থা (বাকশাল) প্রবর্তন করে।

তিনি বলেন, বিএনপি চায় দেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পাক। সে ভোট দিক। ভোট দিয়ে তার প্রতিনিধি সে নির্বাচিত করুক। পার্লামেন্ট (সংসদ) তৈরি হোক, সরকার তৈরি হোক। 

বাঁধন/সিইচা/সাএ

ট্যাগঃ

সূক্ষ্ম তারের ওপর দিয়ে যাচ্ছি, খুব সতর্ক থাকতে হবে: ফখরুল

আপডেট সময়ঃ ০৬:০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা খুব একটা সূক্ষ্ম তারের ওপর দিয়ে যাচ্ছি। তাই খুব সতর্ক থাকতে হবে। চোখ-কান খোলা রাখুন, দেখবেন কতগুলো ঘটনা ঘটছে, যেগুলোর আলামত ভালো না।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমরা ঐক্যবদ্ধ ও সতর্ক না থাকলে এক-এগারোর মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়।

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন কী, দেশের মানুষ সেটি বোঝে না। আমরা অবশ্যই সংস্কার চাই। সাধারণ মানুষ চায় নির্বাচন থেকে নতুন সরকার আসুক।

বিএনপির মহাসচিব বলেন, এ দেশে গণতন্ত্রকে চলতে দিতে চায় না। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে। এমনকি শেখ মুজিবুর রহমানও এই কাজটা করেছেন একদলীয় শাসনব্যবস্থা (বাকশাল) প্রবর্তন করে।

তিনি বলেন, বিএনপি চায় দেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পাক। সে ভোট দিক। ভোট দিয়ে তার প্রতিনিধি সে নির্বাচিত করুক। পার্লামেন্ট (সংসদ) তৈরি হোক, সরকার তৈরি হোক। 

বাঁধন/সিইচা/সাএ