০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বুড়িচংয়ে মসজিদে নামাজরত ব্যবসায়ীকে হত্যার চেষ্টা: মানববন্ধনের পর আসামি গ্রেপ্তার

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:১৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 24

কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় মোবাইল ব্যবসায়ী সায়মন রেজার ওপর ছুরিকাঘাতের মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। ওসি জানান, মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় সায়মন রেজাকে ছুরিকাঘাত করে আত্মগোপনে চলে যায় হামলাকারী মো. সুমন। তাকে আজ রাত ১২টার দিকে ঢাকা মিরপুর ভাষানটেক থানা পুলিশের সহযোগিতায় বুড়িচং থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজারে স্থানীয় ব্যবসায়ী, ছিপাপাড়ার একতা কল্যাণ সামাজিক সংগঠন ইউনাইটেড ইয়ুথ এবং সাধারণ মানুষের উদ্যোগে সায়মন টেলিকমের স্বত্বাধিকারী সায়মন রেজাকে হত্যার চেষ্টার হামলাকারী সুমনকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা-বাগড়া সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ ৮ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উক্ত মানববন্ধনের সাত ঘণ্টার মধ্যে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত শনিবার শংকুচাইল উচ্চ বিদ্যালয় মসজিদে এশার নামাজের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন শংকুচাইল বাজারের সায়মন টেলিকমের মালিক মো. সায়মন রেজা (২৮)। এতে তার কিডনি ছিদ্র হয়ে বিকল হয়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। আহত সায়মন শংকুচাইল দক্ষিণপাড়ার সাবেক সেনাসদস্য আলী হায়দারের ছেলে। অভিযুক্ত হামলাকারী সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির ছাত্তারের ছেলে। দোকানের বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করেই এ নৃশংস হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা দাবি করেন, সুমন মাদক কারবারের সঙ্গে জড়িত।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, মসজিদের ভেতরে ব্যবসায়ী সায়মনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সুমন। হত্যার চেষ্টা মামলার আসামি সুমনকে আজ রাতে ঢাকা মিরপুর ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে তিনি জানান।

ট্যাগঃ

শত কোটি টাকার সম্পত্তি আত্মসাতে জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তি আটক

বুড়িচংয়ে মসজিদে নামাজরত ব্যবসায়ীকে হত্যার চেষ্টা: মানববন্ধনের পর আসামি গ্রেপ্তার

আপডেট সময়ঃ ১১:১৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় মোবাইল ব্যবসায়ী সায়মন রেজার ওপর ছুরিকাঘাতের মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। ওসি জানান, মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় সায়মন রেজাকে ছুরিকাঘাত করে আত্মগোপনে চলে যায় হামলাকারী মো. সুমন। তাকে আজ রাত ১২টার দিকে ঢাকা মিরপুর ভাষানটেক থানা পুলিশের সহযোগিতায় বুড়িচং থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজারে স্থানীয় ব্যবসায়ী, ছিপাপাড়ার একতা কল্যাণ সামাজিক সংগঠন ইউনাইটেড ইয়ুথ এবং সাধারণ মানুষের উদ্যোগে সায়মন টেলিকমের স্বত্বাধিকারী সায়মন রেজাকে হত্যার চেষ্টার হামলাকারী সুমনকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা-বাগড়া সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ ৮ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উক্ত মানববন্ধনের সাত ঘণ্টার মধ্যে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত শনিবার শংকুচাইল উচ্চ বিদ্যালয় মসজিদে এশার নামাজের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন শংকুচাইল বাজারের সায়মন টেলিকমের মালিক মো. সায়মন রেজা (২৮)। এতে তার কিডনি ছিদ্র হয়ে বিকল হয়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। আহত সায়মন শংকুচাইল দক্ষিণপাড়ার সাবেক সেনাসদস্য আলী হায়দারের ছেলে। অভিযুক্ত হামলাকারী সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির ছাত্তারের ছেলে। দোকানের বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করেই এ নৃশংস হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয়রা দাবি করেন, সুমন মাদক কারবারের সঙ্গে জড়িত।

বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, মসজিদের ভেতরে ব্যবসায়ী সায়মনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সুমন। হত্যার চেষ্টা মামলার আসামি সুমনকে আজ রাতে ঢাকা মিরপুর ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে তিনি জানান।