০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পলাতক আসামির কাছ থেকে ইউএনওর ক্রেস্ট গ্রহণ, মৌলভীবাজারে তোলপাড়

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 24

মৌলভীবাজারের রাজনগরে পুলিশের ওপর হামলা-মামলার এজাহারভুক্ত আসামি ও মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেনের কাছ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলার ক্রেস্ট গ্রহণের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ যখন চেয়ারম্যানকে ‘পলাতক’ বলে খুঁজছে, তখন প্রকাশ্যে ইউএনওর সঙ্গে তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে মুন্সিবাজার ইউনিয়ন পরিদর্শনে গিয়ে ইউএনও আফরোজা হাবিব শাপলা এই ছবি তোলেন। ছবিতে দেখা যায়, চেয়ারম্যান রাহেল হোসেন তাঁকে ক্রেস্ট দিচ্ছেন। এই ঘটনা প্রশাসন ও জনগণের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ডিবি পুলিশের ওপর হামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যান রাহেল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার আসামিও তিনি।

ইউএনও আফরোজা হাবিব শাপলা জানিয়েছেন, তিনি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। পরিদর্শনের পর ফেরার সময় চেয়ারম্যান এবং মেম্বাররা হঠাৎ করে এসে তাঁকে ক্রেস্ট দেন। তিনি বলেন, “সে মামলার আসামি সেটা জানি। কিন্তু সে তো আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। চেয়ারম্যান পদ থেকে তো তাঁকে বরখাস্ত করা হয়নি।” একই সঙ্গে তিনি জানান, আসামিকে ধরা পুলিশের কাজ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন খান বলেন, “আমরা শুনেছি, চেয়ারম্যান হঠাৎ এসে ক্রেস্ট দিয়ে চলে গেছেন। আমরা তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি।” তিনি আরও বলেন, “তাঁকে যেখানেই পাবো, সেখানেই গ্রেপ্তার করবো।”

মৌলভীবাজার ডিবি পুলিশের ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, তাঁরা রাহেল হোসেনকে খুঁজছেন, কিন্তু তিনি বারবার আত্মগোপন করছেন।

ট্যাগঃ
জনপ্রিয় খবর

সজলকে ধরে রাখে রনি, পরে গুলির শব্দ পাই

পলাতক আসামির কাছ থেকে ইউএনওর ক্রেস্ট গ্রহণ, মৌলভীবাজারে তোলপাড়

আপডেট সময়ঃ ১১:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

মৌলভীবাজারের রাজনগরে পুলিশের ওপর হামলা-মামলার এজাহারভুক্ত আসামি ও মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেনের কাছ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলার ক্রেস্ট গ্রহণের ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পুলিশ যখন চেয়ারম্যানকে ‘পলাতক’ বলে খুঁজছে, তখন প্রকাশ্যে ইউএনওর সঙ্গে তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে মুন্সিবাজার ইউনিয়ন পরিদর্শনে গিয়ে ইউএনও আফরোজা হাবিব শাপলা এই ছবি তোলেন। ছবিতে দেখা যায়, চেয়ারম্যান রাহেল হোসেন তাঁকে ক্রেস্ট দিচ্ছেন। এই ঘটনা প্রশাসন ও জনগণের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ডিবি পুলিশের ওপর হামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে চেয়ারম্যান রাহেল হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার আসামিও তিনি।

ইউএনও আফরোজা হাবিব শাপলা জানিয়েছেন, তিনি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। পরিদর্শনের পর ফেরার সময় চেয়ারম্যান এবং মেম্বাররা হঠাৎ করে এসে তাঁকে ক্রেস্ট দেন। তিনি বলেন, “সে মামলার আসামি সেটা জানি। কিন্তু সে তো আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। চেয়ারম্যান পদ থেকে তো তাঁকে বরখাস্ত করা হয়নি।” একই সঙ্গে তিনি জানান, আসামিকে ধরা পুলিশের কাজ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন খান বলেন, “আমরা শুনেছি, চেয়ারম্যান হঠাৎ এসে ক্রেস্ট দিয়ে চলে গেছেন। আমরা তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছি।” তিনি আরও বলেন, “তাঁকে যেখানেই পাবো, সেখানেই গ্রেপ্তার করবো।”

মৌলভীবাজার ডিবি পুলিশের ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, তাঁরা রাহেল হোসেনকে খুঁজছেন, কিন্তু তিনি বারবার আত্মগোপন করছেন।