০৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 29

বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত ফিউচার কিংস ব্র্যান্ড সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার জয়শ্রী বাজার সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামি সিগারেট বিক্রয় করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের উজিরপুরস্থ জয়শ্রী বাজার সংলগ্ন একটি বাসাবাড়িতে অভিযান চালায় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বাড়িটি জুয়েল মিয়া নামের এক ব্যক্তির। তিনি নকল সিগারেট বিক্রির সঙ্গে জড়িত।

এ সময় ওই বাড়িতে অভিযান ও তল্লাশি চালিয়ে ২,৫০০টি ব্যবহৃত সিগারেটের প্যাকেট পাওয়া যায়। এছাড়া আরো দুটি পৃথক অভিযান থেকে ৮০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত ফিউচার কিংস সিগারেট জব্দ করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। যার বাজার মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা। একইসাথে ১ হাজার প্যাকেট ব্যবহৃত সিগারেট এর প্যাকেট জব্দ করা হয়। এ অভিযান থেকে নকল সিগারেট সরবরাহকারী এক ব্যক্তিকে আটক করা হয়।

বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের এক রাজস্ব কর্মকর্তা জানান, দৈনিক বিপুল পরিমাণ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ সিগারেট জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। সুতরাং নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগঃ

সজলকে ধরে রাখে রনি, পরে গুলির শব্দ পাই

বরিশালে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

আপডেট সময়ঃ ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

বরিশালের উজিরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত ফিউচার কিংস ব্র্যান্ড সিগারেট জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার জয়শ্রী বাজার সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দীর্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামি সিগারেট বিক্রয় করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের উজিরপুরস্থ জয়শ্রী বাজার সংলগ্ন একটি বাসাবাড়িতে অভিযান চালায় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বাড়িটি জুয়েল মিয়া নামের এক ব্যক্তির। তিনি নকল সিগারেট বিক্রির সঙ্গে জড়িত।

এ সময় ওই বাড়িতে অভিযান ও তল্লাশি চালিয়ে ২,৫০০টি ব্যবহৃত সিগারেটের প্যাকেট পাওয়া যায়। এছাড়া আরো দুটি পৃথক অভিযান থেকে ৮০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত ফিউচার কিংস সিগারেট জব্দ করে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। যার বাজার মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা। একইসাথে ১ হাজার প্যাকেট ব্যবহৃত সিগারেট এর প্যাকেট জব্দ করা হয়। এ অভিযান থেকে নকল সিগারেট সরবরাহকারী এক ব্যক্তিকে আটক করা হয়।

বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের এক রাজস্ব কর্মকর্তা জানান, দৈনিক বিপুল পরিমাণ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ সিগারেট জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। সুতরাং নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।