ওই
বিজ্ঞপ্তিতে
বলা
হয়,
‘জেলা
যুবদলের
কতিপয়
নেতৃবৃন্দের
বিরুদ্ধে
রাজনৈতিক
পরিচয়কে
পুঁজি
করে
দলীয়
নীতি
ও
আদর্শ
পরিপন্থী
কার্যক্রমে
জড়িয়ে
পড়ার
একাধিক
অভিযোগ
যুবদল
কেন্দ্রীয়
নির্বাহী
কমিটির
দৃষ্টিগোচর
হয়েছে।
আপনারা,
যথাক্রমে
জেলা
যুবদলের
সভাপতি
ও
সাধারণ
সম্পাদকের
মতো
গুরুত্বপূর্ণ
দায়িত্বে
থাকার
পরও
এ
বিষয়ে
জাতীয়তাবাদী
যুবদল
কেন্দ্রীয়
নির্বাহী
কমিটিকে
যথাসময়ে
অবহিত
না
করে
সংগঠনের
শৃঙ্খলা
বিনষ্টে
ভূমিকা
রেখেছেন
বলে
যুবদল
কেন্দ্রীয়
নির্বাহী
কমিটি
মনে
করে।
এমতাবস্থায়,
আগামী
সাত
দিনের
মধ্যে
বাংলাদেশ
জাতীয়তাবাদী
যুবদল
কেন্দ্রীয়
নির্বাহী
কমিটির
সভাপতি
ও
সাধারণ
সম্পাদকের
সামনে
উপস্থিত
হয়ে
এ
বিষয়ে
লিখিতভাবে
ব্যাখ্যা
দেওয়ার
নির্দেশ
দেওয়া
হলো।’
এ
বিষয়ে
কিশোরগঞ্জ
জেলা
যুবদলের
সভাপতি
খসরুজ্জামান
বলেন,
‘এলাকায়
আধিপত্য
বিস্তার
নিয়ে
এ
ঘটনা
ঘটেছে।
তবে
ঘটনা
জানার
সঙ্গে
সঙ্গে
আমরা
যুবদলের
কেন্দ্রীয়
নির্বাহী
কমিটিকে
বিষয়টি
জানিয়েছি।
এরপর
গতকাল
রাতেই
তাঁদের
বহিষ্কার
করে
বিজ্ঞপ্তি
প্রকাশ
করা
হয়।
এ
ছাড়া
এ
বিষয়ে
ব্যাখ্যা
চেয়ে
আমাদের
কেন্দ্র
থেকে
যে
নির্দেশ
দেওয়া
হয়েছে,
সশরীরে
উপস্থিত
হয়ে
সাত
দিনের
মধ্যে
আমরা
সে
ব্যাখ্যা
দেব।’
এডমিন 







