০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে দুই ব্যবসায়ীর প্রতিবাদ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • 23

সুনামগঞ্জের তাহিরপুরের ব্যবসায়ী আলী আহমদ ও মিলন মিয়াকে জড়িয়ে মামলা দায়ের ও সংবাদ প্রকাশিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয় যে, এটি রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা সদরের একটি অফিসে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন এই দুই ব্যবসায়ী।

এ সময় ব্যবসায়ী আলী আহমদ ও মিলন মিয়া জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড করে আসছেন। সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের তানিম আহমদ লিংকন ও লক্ষ্মীপুর গ্রামের হাফিজ উদ্দিনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব হয়। এর জের ধরে এবং গত ২৭ আগস্ট পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে তাঁদেরকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করার পাশাপাশি তাঁদের পরিবারের সম্মান বিনষ্ট করতে সংবাদ প্রকাশ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ও সংবাদ প্রকাশ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত এবং এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

আলী আহমদ ও মিলন মিয়া দাবি করেন, তানিম আহমদ লিংকন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবগত আছেন। তাঁরা মনে করেন এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যাতে তাঁদের সমাজসেবামূলক কার্যক্রম ও ব্যবসায়িক সুনাম বিনষ্ট করা হয়। তাঁরা মিথ্যা মামলা ও অভিযোগগুলো অবিলম্বে তদন্ত সাপেক্ষে বাতিল করার দাবি জানান এবং প্রকৃত ঘটনা তদন্ত করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এসময় উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/সাএ

ট্যাগঃ

অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে দুই ব্যবসায়ীর প্রতিবাদ

আপডেট সময়ঃ ০৬:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুরের ব্যবসায়ী আলী আহমদ ও মিলন মিয়াকে জড়িয়ে মামলা দায়ের ও সংবাদ প্রকাশিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয় যে, এটি রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা সদরের একটি অফিসে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন এই দুই ব্যবসায়ী।

এ সময় ব্যবসায়ী আলী আহমদ ও মিলন মিয়া জানান, তাঁরা দীর্ঘদিন ধরে ব্যবসা ও সমাজসেবামূলক কর্মকাণ্ড করে আসছেন। সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের তানিম আহমদ লিংকন ও লক্ষ্মীপুর গ্রামের হাফিজ উদ্দিনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব হয়। এর জের ধরে এবং গত ২৭ আগস্ট পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে তাঁদেরকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করার পাশাপাশি তাঁদের পরিবারের সম্মান বিনষ্ট করতে সংবাদ প্রকাশ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ও সংবাদ প্রকাশ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত এবং এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

আলী আহমদ ও মিলন মিয়া দাবি করেন, তানিম আহমদ লিংকন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। যা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবগত আছেন। তাঁরা মনে করেন এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যাতে তাঁদের সমাজসেবামূলক কার্যক্রম ও ব্যবসায়িক সুনাম বিনষ্ট করা হয়। তাঁরা মিথ্যা মামলা ও অভিযোগগুলো অবিলম্বে তদন্ত সাপেক্ষে বাতিল করার দাবি জানান এবং প্রকৃত ঘটনা তদন্ত করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এসময় উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন/সাএ