‘মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এই মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রৌমারী উপজেলার ঝাউবাড়ি নামক স্থান থেকে বড়াইবাড়ি বিওপি কর্তৃক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।
বিজিবির টহলদল সীমান্ত পিলার ১০৬৮/১ টি হতে গোপন সংবাদের ভিত্তিতে এসব মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করেছে। সোমবার ১ সেপ্টেম্বর সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জামালপুর (৩৫ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান জানান, রৌমারী উপজেলার সদর ইউনিয়নের ঝাউবাড়ি নামক স্থান থেকে ভারত হতে বাংলাদেশে পাচারের সময় বিশেষ বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৮/১ টি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাউবাড়ি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইয়াবা ৯৫ পিস, ভারতীয় মদ ৩৪ পিস এবং ভারতীয় ঔষধ ৪০০ পিসসহ বিকালের দিকে আটক করতে সক্ষম হয় বড়াইবাড়ি বিওপি।
জব্দকৃত ইয়াবা, ভারতীয় মদ ও ঔষধ রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা করার প্রক্রিয়া চলমান।
সালাউদ্দিন/সাএ
এডমিন 







