ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হালুয়াঘাট সাধারণ পাঠাগারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে পাঠাগার শ্রেণিকক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় হালুয়াঘাট উপজেলা ও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক পর্যায়ের ৮৩ জন শিক্ষার্থীর প্রশ্নপত্রের মাধ্যমে এ বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।
বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি মোঃ মজিবুর রহমান, সহ-সভাপতি সুপ্রজিত সরকার খোকন, সাধারণ সম্পাদক আলীমুল ইসলাম, পাঠাগার সম্পাদক মোহাইমেনুল ইসলাম রবিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহাব উদ্দিন রতন, ক্রীড়া সম্পাদক মোঃ আকিকুল ইসলাম প্রমুখ।
হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আলীমুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যেই প্রতি বছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
হালুয়াঘাট সাধারণ পাঠাগারের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহাব উদ্দিন রতন বলেন, ভবিষ্যতে পরীক্ষার পরিসর ও বৃত্তির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানায়।
উল্লেখ্য, পরীক্ষার ফলাফল যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সাথে গ্রুপ ছবি ওঠানো হয়।
কুশল/সাএ
এডমিন 














