পঞ্চগড়, একটি শীতপ্রবণ জেলা, যেখানে হেমন্তকালেই শীত চলে আসে এবং তা দীর্ঘস্থায়ী হয়। এই জেলার একটি বিরাট অংশের জনগোষ্ঠী দরিদ্র হওয়ায় শিশুরা শীতবস্ত্রের অভাবে বিদ্যালয়ে যেতে অনীহা প্রকাশ করে। এই শিশুদের কথা বিবেচনা করে তাদের স্কুলে যাওয়ার আনন্দ দিতে জেলা সদর এবং বোদা উপজেলার ১২টি প্রাথমিক ও কিন্ডারগার্টেনের প্রায় ১ হাজার ২০০ শিশুকে নিয়ে ‘শীত আনন্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের অর্থায়নে পঞ্চগড় চিনিকল মাঠে এই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে শিশুদের হাতে শীতের পোশাক, শিক্ষা উপকরণসহ স্কুল ব্যাগ এবং দুপুরের খাবার তুলে দেওয়া হয়। শিশুদের নিয়ে আয়োজিত এই উৎসবে আলোচনা সভা, শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ, শীতের পোশাক এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভায় শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আকন্দ ছাড়াও প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শৈইমি ইমতিয়াজ, বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় সদর থানার ওসি আশরাফুল ইসলাম, পঞ্চগড় সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আতিকুজ্জামান, বেংহারী ইউনিয়ন বিএনপির সভাপতি তোজাম্মেল হক এবং পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
প্রায় ১ হাজার ২০০ শিশুকে একটি করে স্কুল ব্যাগ, শীতের পোশাক এবং শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেন্সিল, রাবার তুলে দেওয়া হয়। শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহম্মেদ আকন্দ জানান, আজ শনিবার ১ হাজার ২০০ শিশুকে উপহার হিসেবে শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ, শীতের পোশাক এবং দুপুরের খাবার দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, তারা পাঁচটি ইভেন্টের মাধ্যমে মোট ৭ হাজার ৫০০ শিশুকে এভাবে শীতের পোশাক ও শিক্ষা উপকরণ দিয়ে এবারের শীত আনন্দ উৎসবের আয়োজন করেছেন। মূলত সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের যাতে শীতকালে পড়াশোনায় ব্যাঘাত না হয়, সে জন্যই তারা শিশুদের নিয়ে এই উৎসবের আয়োজন করেছেন।
কুশল/সাএ
এডমিন 














