০৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারেন না: রাশেদ খান

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • 1

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় কোনওভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এড়াতে পারেন না।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। তিনি মৃত্যুবরণ করেছেন। এর দায় কোনভাবেই শেখ হাসিনা এড়াতে পারেন না। আওয়ামী লীগ এমন একটি পাপিষ্ঠ দল। তারা জনগণের ওপরে দমন-পীড়ন করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ১৬ বছর ক্ষমতায় থাকতে বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে তাকে দীর্ঘসময় কারাগারে বন্দি রেখেছিলো। সেখানে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে। 

এই নেতা আরও বলেন, আমরা দেখেছি একজন সুস্থ নেত্রী কারাগারে গিয়েছিলেন, কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যখন তিনি মুক্ত হলেন, তখন তাকে হুইলচেয়ারে করে ফিরতে হয়েছে। আমাদের কাছে কখনই এটি প্রত্যাশিত ছিল না। আমরা যাকে হারিয়েছি, তার মতো মানুষকে আর কখনোই ফিরে পাবো, এটি আমরা মনে করি না।

রাশেদ খান বলেন, পুরো বাংলাদেশের মানুষ আজ শোকাহত। আমরা প্রত্যাশা করেছিলাম যে, তিনি ততদিন পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকবেন, যতদিন না পর্যন্ত খুনি শেখ হাসিনার বিচার হয়। খুনি শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছে। দেখেন, তার জন্য কিন্তু বাংলাদেশে কাঁদার মানুষ নেই। কিন্তু আজকে বেগম খালেদা জিয়া বিদায় নিয়েছেন, সারা বাংলাদেশের মানুষ আজকে তার জন্য কাঁদছে। আজকে পুরো বাংলাদেশ স্থবির হয়ে আছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে শোক।

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে রাশেদ বলেন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ছিলেন। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করা শিখিয়েছেন। তিনি একজন গৃহিণী থেকে যেভাবে আন্তর্জাতিক মানের একজন নেতায় পরিণত হয়েছিলেন, বিশ্বে এটি বিরল। আমরা এমন নেত্রীকে পেয়ে গর্বিত।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন  রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

মাসুম/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

খালেদা জিয়া ছিলেন দুঃখের পাষাণে গড়া শুভ্র চন্দনের মতো: আলাল

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারেন না: রাশেদ খান

আপডেট সময়ঃ ০৬:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় কোনওভাবেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এড়াতে পারেন না।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। তিনি মৃত্যুবরণ করেছেন। এর দায় কোনভাবেই শেখ হাসিনা এড়াতে পারেন না। আওয়ামী লীগ এমন একটি পাপিষ্ঠ দল। তারা জনগণের ওপরে দমন-পীড়ন করেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ১৬ বছর ক্ষমতায় থাকতে বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে তাকে দীর্ঘসময় কারাগারে বন্দি রেখেছিলো। সেখানে মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে। 

এই নেতা আরও বলেন, আমরা দেখেছি একজন সুস্থ নেত্রী কারাগারে গিয়েছিলেন, কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যখন তিনি মুক্ত হলেন, তখন তাকে হুইলচেয়ারে করে ফিরতে হয়েছে। আমাদের কাছে কখনই এটি প্রত্যাশিত ছিল না। আমরা যাকে হারিয়েছি, তার মতো মানুষকে আর কখনোই ফিরে পাবো, এটি আমরা মনে করি না।

রাশেদ খান বলেন, পুরো বাংলাদেশের মানুষ আজ শোকাহত। আমরা প্রত্যাশা করেছিলাম যে, তিনি ততদিন পর্যন্ত আমাদের মাঝে বেঁচে থাকবেন, যতদিন না পর্যন্ত খুনি শেখ হাসিনার বিচার হয়। খুনি শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছে। দেখেন, তার জন্য কিন্তু বাংলাদেশে কাঁদার মানুষ নেই। কিন্তু আজকে বেগম খালেদা জিয়া বিদায় নিয়েছেন, সারা বাংলাদেশের মানুষ আজকে তার জন্য কাঁদছে। আজকে পুরো বাংলাদেশ স্থবির হয়ে আছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে শোক।

খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে রাশেদ বলেন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ছিলেন। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করা শিখিয়েছেন। তিনি একজন গৃহিণী থেকে যেভাবে আন্তর্জাতিক মানের একজন নেতায় পরিণত হয়েছিলেন, বিশ্বে এটি বিরল। আমরা এমন নেত্রীকে পেয়ে গর্বিত।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন  রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে চিকিৎসারত অবস্থায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের এই প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং একটি যুগের অবসান। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তিনি ছিলেন দৃঢ় ও আপসহীন এক নেত্রী। এই রাজনীতিকের চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।

মাসুম/সাএ