১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ, কি বলছে ভারতীয় গণমাধ্যম

  • এডমিন
  • আপডেট সময়ঃ ১১:৩৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • 5

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে আইপিএলের সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের পরপরই বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো। স্বাভাবিকভাবেই খবরটি তারা গুরুত্বের সঙ্গে প্রকাশ করছে। পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে— ‘বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার! “জনস্বার্থে” অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত ইউনূস সরকারের।’ সংবাদ প্রতিদিন লিখেছে— ‘মুস্তাফিজুরের বদলা! বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার, কূটনীতির বাইশ গজে ঢাকা-দিল্লির লড়াই।’

নিউজ ১৮ বাংলা শিরোনাম করেছে— ‘এবার বাংলাদেশে ব্যান আইপিএল! সম্প্রচারে জারি নিষেধাজ্ঞা, চরমে মুস্তাফিজ বিতর্ক।’ এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়েছে— ‘মুস্তাফিজুরকে বাদ দেওয়ার জেরে আইপিএল সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার।’ অন্যদিকে হিন্দুস্তান টাইমস লিখেছে— ‘বাংলাদেশি পেসার মুস্তাফিজ আইপিএল থেকে বাদ পড়ার দুদিনের মধ্যেই ইউনূস সরকারের বড় নির্দেশ।’

তথ্য মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় বিবেচনায় জানানো যাচ্ছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্যোগে আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট আসরে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের পেছনে কোনো যুক্তিসংগত কারণ জানা যায়নি। এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মধ্যে গভীর বেদনা, হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।’

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। আইসিসিকে এই বিষয়ে চিঠি দিয়েছে বিসিবি।

কুশল/সাএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ, কি বলছে ভারতীয় গণমাধ্যম

আপডেট সময়ঃ ১১:৩৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে আইপিএলের সব ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের পরপরই বিষয়টি নিয়ে সরব হয়ে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো। স্বাভাবিকভাবেই খবরটি তারা গুরুত্বের সঙ্গে প্রকাশ করছে। পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে— ‘বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার! “জনস্বার্থে” অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত ইউনূস সরকারের।’ সংবাদ প্রতিদিন লিখেছে— ‘মুস্তাফিজুরের বদলা! বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার, কূটনীতির বাইশ গজে ঢাকা-দিল্লির লড়াই।’

নিউজ ১৮ বাংলা শিরোনাম করেছে— ‘এবার বাংলাদেশে ব্যান আইপিএল! সম্প্রচারে জারি নিষেধাজ্ঞা, চরমে মুস্তাফিজ বিতর্ক।’ এবিপি আনন্দের প্রতিবেদনে বলা হয়েছে— ‘মুস্তাফিজুরকে বাদ দেওয়ার জেরে আইপিএল সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার।’ অন্যদিকে হিন্দুস্তান টাইমস লিখেছে— ‘বাংলাদেশি পেসার মুস্তাফিজ আইপিএল থেকে বাদ পড়ার দুদিনের মধ্যেই ইউনূস সরকারের বড় নির্দেশ।’

তথ্য মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় বিবেচনায় জানানো যাচ্ছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্যোগে আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট আসরে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের পেছনে কোনো যুক্তিসংগত কারণ জানা যায়নি। এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মধ্যে গভীর বেদনা, হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল ম্যাচ ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।’

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। আইসিসিকে এই বিষয়ে চিঠি দিয়েছে বিসিবি।

কুশল/সাএ