ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ উদ্বেগের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, ‘ভেনেজুয়েলাতে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে। বাংলাদেশ বিশ্বাস করে, রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ মেটানোর ক্ষেত্রে কূটনীতি ও সংলাপই হওয়া উচিত প্রধান উপায়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’
এদিকে, গত শনিবার ভেনেজুয়েলার স্থানীয় সময় ভোররাতে দেশটিতে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রের বাহিনী। পরে তাকে নিউইয়র্কে একটি আটক কেন্দ্রে নেওয়া হয়। সোমবার তাকে যুক্তরাষ্ট্রের একটি আদালতে শুনানির জন্য হাজির করার কথা রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলা যদি তাদের তেলশিল্প উন্মুক্ত করা এবং মাদক পাচার বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সহযোগিতা না করে, তাহলে দেশটিতে আরও একটি হামলা চালানোর আদেশ দেওয়া হতে পারে।
সাজু/নিএ
এডমিন 













