সিরাজগঞ্জ শাহজাদপুর প্রেসক্লাবে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) শাহজাদপুর প্রেসক্লাবের আয়োজনে বাদ আছর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন সাতবাড়িয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম।
দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সহ-সভাপতি রাসেল সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ, সাংগঠনিক সম্পাদক কোরবান আলী লাভলু, দপ্তর সম্পাদক জহুরুল ইসলামসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।
দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাজু/নিএ
এডমিন 














