হবিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের অভিযোগ করেছেন নবীগঞ্জ উপজেলা বিএনপির দুই নেতা। আচরণ বিধি লঙ্গনের অভিযোগ আমলে নিয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি রেজা কিবরিয়াকে শোকজ করেছেন কারন দর্শানোর জন্য।
জানা যায়, নবীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মুশফিকুজ্জামান চৌধুরী ও সাবেক ছাত্রদল নেতা জিতু মিয়া সেন্টু পৃথক দুটি অভিযোগ সহকারী রির্টানিং অফিসারের কার্য্যালয় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দাখিল করেন। উক্ত অভিযোগটি সহকারী রির্টানিং অফিসার মোঃ রুহুল আমীন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি ও বিচারক, সিভিল জজ আদালত, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ নিকট প্রেরন করেন। এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার ডক্টর রেজা কিবরিয়াকে কারন দর্শানোর জন্য নোটিশ করা হয়েছে।
গত ৪ জানুয়ারি নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা জিতু মিয়া সেন্টুর অভিযোগে বলা হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়া যার প্রতীক ধানের শীষ। (ধানের শীষ মার্কা) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, নির্বাচনি এলাকা-২৩৯, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল উপজেলা) বিগত ০২/০১/২০২৬ তারিখে বিকাল ৬ টায় নবীগঞ্জ উপজেলাধীন ইমামবাড়ী বাজার নামক স্থানে কর্মী-সমর্থক সহ উপস্থিত জনগনের কাছে লিফলেট/হ্যান্ডবিল তৈরী করে প্রচার কার্যক্রম পরিচালনা করেন। যা ছবি সংযুক্ত করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় নবীগঞ্জ, হবিগঞ্জ এর বিগত ০৪/০১/২৬ ইং তারিখের অভিযোগ করেন স্বারক নং ০৫.৪৬.৩৬৯৯.০০৯.০৯.০০৬. অভিযোগ করেন নবীগঞ্জ উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুসফিকুজ্জামান চৌধুরী নোমান, তিনি অভিযোগে বলেন, নবীগঞ্জ উপজেলাধীন পাঞ্জারাই বাজার নামক স্থানে রেজা কিবরিয়া কর্মী-সমর্থক সহ উপস্থিত জনগনের কাছে লিফলেট/হ্যান্ডবিল তৈরী করে বিতরণ করেন। যার সাথে ছবি সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি সহকারী রির্টানিং অফিসার নির্বাচন কমিশ কর্তৃক গঠিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির নিকট প্রেরন করেন। উক্ত কমিশনের চেয়ারম্যান দায়রা জজ ছায়দুর রহমান গতকাল ৭ জানুয়ারি রেজা কিবরিয়াকে আগামী ১৪ জানুয়ারি উক্ত কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে কারন দর্শানোর জন্য নোটি করেছেন। নোটিশে বলা হয় এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন এর দায়ের যে অভিযোগ আনীত হয়েছে তা অনুসন্ধান অন্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত সুপারিশ নির্বাচন কমিশন বরাবর কেন প্রেরণ করা হবে না, তৎমর্মে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে তথা হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে ৯ম তলায় অবস্থিত কমিটির অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি ও বিচারক,চেয়ারম্যান ছায়দুর রহমান, সিভিল জজ আদালত,আজমিরীগঞ্জ, হবিগঞ্জ এই আদেশ দেন।
এব্যাপারে ডক্টর রেজা কিবরিয়া, এর সাথে যোগা যোগ করা হলে তিনি বলেন এই বিষয়ে আমি কথা বলবো না, আমার আইনজীবি সব কিছু দেখা শোনা করছেন, তিনি ভালো বুঝেন।
সহকারী রির্টানিং অফিসার মোঃ রুহুল আমীন বলেন, আমার কাছে দুইজন দুটি অভিযোগ দিয়েছিলেন, আমি অভিযোগ গুলো নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি ও বিচারক,চেয়ারম্যান ছায়দুর রহমান, সিভিল জজ আদালত,আজমিরীগঞ্জ, হবিগঞ্জ নিকট প্রেরন করেন। সেখান থেকে রেজা কিবরিয়াকে কারন দর্শানোর নোটিশ করা হয়েছে।
সাজু/নিএ
এডমিন 














