ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কংশ নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের কংশ নদী এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাত বলেন, অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়।
তিনি আরও বলেন, নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুশল/সাএ
এডমিন 



















