০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

  • এডমিন
  • আপডেট সময়ঃ ০৬:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • 5

ওসমান হাদিকে হ/ত্যা/র সুবিচার ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (৮জানুয়ারী/২৬)সন্ধ্যায় উপজেলা পৌর সদরে সংগঠনটির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ জোবায়ের ও সাধারণ সম্পাদক নাহিদ ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের গো-হাটা এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা দেশের মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের জন্য মারাত্মক হুমকি। তারা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় নেতৃবৃন্দ নিহত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শেখ বিপ্লব হাসান, সদস্য এনামুল হক, শামসুদ্দিন মিলন, ইফতিখার শাকিল, আব্দুল্লাহ উমরসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সাজু/নিএ

ট্যাগঃ
জনপ্রিয় খবর

হাদি হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

আপডেট সময়ঃ ০৬:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

ওসমান হাদিকে হ/ত্যা/র সুবিচার ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (৮জানুয়ারী/২৬)সন্ধ্যায় উপজেলা পৌর সদরে সংগঠনটির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ জোবায়ের ও সাধারণ সম্পাদক নাহিদ ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌর সদরের গো-হাটা এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যা দেশের মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের জন্য মারাত্মক হুমকি। তারা অভিযোগ করেন, ঘটনার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বক্তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় নেতৃবৃন্দ নিহত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শেখ বিপ্লব হাসান, সদস্য এনামুল হক, শামসুদ্দিন মিলন, ইফতিখার শাকিল, আব্দুল্লাহ উমরসহ উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সাজু/নিএ